শুক্রবার ১২ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের যানজট কামানোর জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের যানজট কামানোর জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের যানজট কামানোর জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান/ছবি: প্রতিনিধি

ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ দোকানপাট স্থাপন ও যানবাহনের যত্রতত্র পার্কিংয়ের কারণে সৃষ্ট দীর্ঘদিনের যানজট নিরসনে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ জুন) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে রাস্তা দখল করে রাখা দোকানপাট উচ্ছেদ এবং যান চলাচলে বাধা সৃষ্টি করা বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযান চলাকালে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সড়ক পরিবহন আইনসহ বিভিন্ন আইনে দায়ী করে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আল নুর। অভিযানে সার্বিক সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, বাংলাদেশ আনসার এবং হাইওয়ে পুলিশের একটি টিম।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনদুর্ভোগ লাঘব ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের কার্যক্রমে জনসাধারণের ভোগান্তি অনেকাংশে কমবে।

আরও পড়ুন