জানুয়ারি ২৭, ২০২৫

সোমবার ২৭ জানুয়ারি, ২০২৫

ঢাকা ক্যাপিটালসে যোগ দিতে যাওয়া কে এই উপস্থাপিকা কেজিয়া ডাউন?

Kezia Dawn
কেজিয়া ডাউন/ছবি: ফেসবুক

শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম। চলতি আসরে নিজেদের অবস্থান খুব ভালো না ঢাকা ক্যাপিটালসের। তারপরও টুর্নামেন্টের শেষ দিতে এসে বড় চমক দেখাল চলচ্চিত্র তারকা শাকিব খান।

অস্ট্রেলিয়া থেকে তামিম-লিটনদের জন্য ‘হোস্ট’ উড়িয়ে এনেছেন তিনি। কেজিয়া ডাউনকে হোস্ট নিয়োগের বিষয়টি সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ঢাকা ক্যাপিটালসে যোগ দিতে যাওয়া কে এই উপস্থাপিকা কেজিয়া ডাউন-

উপস্থাপিকা কেজিয়া ডাউন নিজ দেশ অস্ট্রেলিয়ায় সংবাদ উপস্থাপনার পাশাপাশি ক্রীড়াঙ্গনে ‘হোস্ট’ হিসেবে কাজ করেন। তবে তাকে মূলত দেখা যায় ‘মোটরস্পোর্টস’ ইভেন্টে। এই খেলায় তার বিশেষ আগ্রহ ও অভিজ্ঞতা রয়েছে বলেও জানা গেছে। সেই তাকেই এবার নিয়োগ দিয়েছে শাকিব খানের ঢাকা।

জানা গেছে, কেজিয়ার অবশ্য স্পোর্টসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বেশ পুরনো। ২০১৯ সালে অস্ট্রেলিয়া ফুটবল লিগের (এএফএল) আদিবাসি খেলোয়াড়দের নিয়ে সংবাদ পরিবেশনের জন্য সেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার জিতেছিলেন তিনি। প্রাণবন্ত উপস্থাপনা ও আকর্ষণীয় বাচনভঙ্গির জন্য অস্ট্রেলিয়ায় বেশ পরিচিতি কেজিয়া।

অবশ্য এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর হোস্ট নিয়োগ দেওয়া এই প্রথম ঘটনা নয়। এর আগে কানাডিয়ান মডেল ইয়েশা সাগরকে হোস্ট করে হইচই ফেলে দিয়েছে চিটাগাং কিংস। নিয়মিত চিটাগাংয়ের ম্যাচে দেখা যাচ্ছে সুন্দরী এই মডেলকে। দর্শকদের দধ্যে বেশ সারা ফেলেছেন ইয়াশা। এর বাইরে সিলেট স্ট্রাইকার্স নিয়োগ দেয় স্থানীয় সঞ্চালক স্মিতা চৌধুরীকে। সেই তালিকায় এবার ‍যুক্ত হলো ঢাকার নাম।