সপ্তাহিক ছুটির দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা অভিমুখী বাস চালুর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২ টায় উপাচার্য বরাবর এ স্মারকলিপি প্রদান করেন তারা।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন জরুরি কাজে নিয়মিত ঢাকায় যাতায়াত করতে হয়। ঢাকা দেশের রাজধানী হওয়ায়, চাকরির আবেদন, পরীক্ষা, সেমিনার, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ কাজের একটি কেন্দ্রবিন্দু। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো বাস সেবা না থাকায় শিক্ষার্থীরা সময়মতো এসব কার্যক্রমে অংশ নিতে এবং সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে।
এতে আর বলা হয়েছে, ঢাকায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা যেমন বিতর্ক, রচনা প্রতিযোগিতা, কুইজ, এবং গবেষণা উপস্থাপনায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারে। একইসঙ্গে, বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং শিক্ষা বিষয়ক সেশনে অংশগ্রহণ শিক্ষার্থীদের জ্ঞানার্জন এবং ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. রাসেল মিয়া বলেন, ''ক্যাম্পাসের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া ঢাকা টু কুমিল্লা রুটে বাস সেবা চালু করা। এতে করে চাকরি প্রার্থী থেকে শুরু করে সকল শিক্ষার্থীরা রাজধানীর সাথে সংযোগ বৃদ্ধি পাবে।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC