ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনেই বাংলাদেশে মোট ২০০ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা বাংলাদেশি মুদ্রায় ২৪ হাজার কোটি টাকারও বেশি (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)।
আজ রোববার (২২ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সবশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশে ব্যাংকের প্রতিবেদন থেকে জানা যায়, চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৬১ কোটি ৩১ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩১ কোটি ১৬ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
এসময়ে মোট ২০০ কোটি ৭৩ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। সে হিসেবে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৫ লাখ ডলার বা এক হাজার ১৪৫ কোটি টাকা।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্সের এ ধারা অব্যাহত থাকলে ডিসেম্বরে দেশের প্রবাসী আয় রেকর্ড তিন বিলিয়ন ডলারের (৩০০ কোটি ডলার) কাছাকাছি হবে।
এছাড়া চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় ছিল ১৯১ কোটি ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম ছিল। তবে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
আগস্টে রেমিট্যান্স আসে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার, সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার, অক্টোবর ও নভেম্বরেও যথাক্রমে ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার ডলার ও ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC