রাজধানী ঢাকার মিরপুর থানাধীন কল্যানপুর এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) বিষয়টি জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
মিরপুর মডেল থানার বরাত দিয়ে তালেবুর রহমান জানান, বুধবার (৭ মে) বিকাল সাড়ে ৪টার দিকে কল্যাণপুরের রেডিও কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে তিন রাউন্ড ১২ বোর শিশার তাজা কার্তুজ, সাতটি ছুরি, দুইটি লোহার চাপাতি, একটি ট্যাব ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুর রেডিও কলোনি এলাকায় একটি পরিত্যক্ত টিনের দোকান ঘরের মধ্যে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থানের সময় তাদের গ্রেপ্তার করা হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা তিন থেকে চারজন দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যানদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC