বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচন বানচালের চেষ্টার প্রতিবাদে কুমিল্লায় ছাত্রশিবিরের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

Students' camp protests in Comilla against attempts to sabotage DUCSU elections
ডাকসু নির্বাচন বানচালের চেষ্টার প্রতিবাদে কুমিল্লায় ছাত্রশিবিরের বিক্ষোভ

ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) নগরীর সালাউদ্দিন মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কান্দিরপাড়ের লিবার্টি মোড় প্রদক্ষিণ করে মনোহরপুরে গিয়ে শেষ হয়।

সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা মহানগর শাখার সভাপতি মো. হাসান আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম এবং কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি মহিউদ্দিন রনি। কুমিল্লা সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতের সঞ্চালনায় এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে কুমিল্লা মহানগর শিবির সভাপতি হাসান আহমেদ সাধারণ ছাত্রীদের উদ্দেশে বলেন, ‘ প্রিয় বোনেরা আপনাদের ছাত্রলীগ সম্মান দিতে পারে নাই, ছাত্রদলও সম্মান দিতে পারবেনা।আপনাদের শুধু সম্মান দিবে ইসলামী ছাত্রশিবির।’

তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ছাত্রদল ও বাম সংগঠনগুলো ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং শিবিরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

ছাত্রদলের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনারা ছাত্রশিবিরের নামে অপবাদ করা থেকে বিরত থাকুন। অন্যথায় সাধারণ ছাত্রসমাজ আপনাদেরকে বয়কট করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ভেবেছিলাম জুলাইয়ের পর ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে। কিন্তু এর পরিবর্তে আমরা দেখছি ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝনঝনানি ও নারী হেনস্তার ঘটনা বৃদ্ধি পেয়েছে। অতীতে স্বৈরাচারী সরকার যেভাবে ইসলামী ছাত্রশিবিরের ওপর অপবাদের রাজনীতি করেছে, বর্তমানে কিছু রাজনৈতিক দল সেই পথেই হাঁটছে।’

এসময় উপস্থিত অন্য নেতারাও বক্তব দেন। বিক্ষোভ সমাবেশে কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন