২০২১ সালের নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ট্রেডভিত্তিক পদায়নের দাবিতে স্মারকলিপি পেশ করেছে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ–এর কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।
সোমবার (৩০ জুন) স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউটে ২০২১ সালের নিয়োগপ্রাপ্ত অনেক ক্রাফট ইন্সট্রাক্টরকে তাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ট্রেডে পদায়ন করা হয়েছে, যা শিক্ষকদের দক্ষতা প্রয়োগ ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, একজন শিক্ষক যদি তার নিজস্ব ট্রেড বা বিষয়ের সঙ্গে মিল রেখে ল্যাবে দায়িত্ব পালন করেন, তাহলে শিক্ষার্থীরা সরাসরি তার অভিজ্ঞতা ও জ্ঞান থেকে উপকৃত হবে।
অন্যথায়, শিক্ষা কার্যক্রম যেমন ব্যাহত হবে, তেমনি দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থাও দুর্বল হয়ে পড়বে।
কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ (কুমিল্লা পলিটেকনিক শাখা) কর্তৃক প্রদত্ত এই স্মারকলিপিতে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সংশ্লিষ্ট ট্রেডে পদায়ন নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC