সেপ্টেম্বর ৮, ২০২৪

রবিবার ৮ সেপ্টেম্বর, ২০২৪

টি-২০ বিশ্বকাপ জিতে কত টাকা পেল ভারত?

Rohit Sharma
রোহিত শর্মা। ছবি: এক্স।

১৭ বছর পর নিজেদের দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ জিতল ভারত ক্রিকেট দল। ২০ দলের এই টুর্নামেন্টে প্রথমবারের মতো কোনো বিশ্ব আসরের ফাইনালে ওঠে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো দক্ষিণ আফ্রিকাকে।

এর আগে শিরোপা জয়ের লক্ষ্যে নেমে কাল দ্রুত তিন উইকেট হারিয়েছিল ভারত। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে কাল জ্বলে ওঠেছিলেন পুরো আসরে নিষ্প্রভ থাকা বিরাট কোহলি। ওপেনিংয়ে নেমে তিনি খেলেছেন ৭৬ রানের কার্যকরী ইনিংস।

ফলে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানের দারুণ এক সংগ্রহ পায় ভারত। জবাবে ব্যাট জকরতে নেমে এক পর্যায়ে জয়ের আশা জাগিয়ে তুললেও হেইনরিখ ক্লাসেন ফেরার পরই খেই হারায় দক্ষিণ আফ্রিকা, ৭ রানের জয়ে শিরোপা জিতে নেয় ভারত।

ফাইনালে দলের প্রয়োজনের সময় ৭৬ রানের ঝলমলে এক ইনিংস খেলে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি।

এছাড়া গতকাল ভারতের জয়ের আরেক নায়ক ছিলেন জস্প্রীত বুমরাহ। ভারতীয় এই পেসার পুরো আসরেই ছিলেন দুর্দান্ত। বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ১৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।

এক নজরে কে কোন পুরস্কার জিতলেন-

চ্যাম্পিয়ন: ভারত

রানার্স-আপ: দক্ষিণ আফ্রিকা

ফাইনালে ম্যাচ সেরা: বিরাট কোহলি

টুর্নামেন্ট সেরা ক্রিকেটার: জসপ্রিত বুমরাহ

স্মার্ট ক্যাচ: সূর্যকুমার যাদব

সর্বোচ্চ রান: রহমানউল্লাহ গুরবাজ (২৮১),

সর্বোচ্চ উইকেট: ফজল হক ফারুকি ও আরশদীপ সিং (১৭ উইকেট),

সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: নিকোলাস পুরান (৯৮, প্রতিপক্ষ আফগানিস্তান),