নভেম্বর ২১, ২০২৪

বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪

টি-২০ বিশ্বকাপে প্রাইজমানির কত টাকা পাচ্ছে বাংলাদেশ?

ICC Men's T20 World Cup, Bangladesh Team 2024
ছবি: সংগৃহীত

এবারের চলমান বিশ্বকাপের ব্যর্থ মিশনের গ্রুপপর্বে চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিতে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছিল বাংলাদেশ দল।

তবে সেমিফাইনাল খেলার সুযোগ থাকলেও আফগানিস্তানের কাছে হেরে সেটি কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় সুপার এইট থেকেই বিদায় নিতে হয়েছে টাইগারদের। তিন ম্যাচে জেতা বাংলাদেশ বিশ্বকাপের প্রাইজমানি থেকে বড় অঙ্কের অর্থই পেতে যাচ্ছে।

এদিকে আসর শুরুর আগেই বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছিলো আইসিসি।

আইসিসি জানায়, আসরের চ্যাম্পিয়ন দল পাবে ২.৪৫ মিলিয়ন ডলার। রানার্সআপ দল পাবে ১.২৮ মিলিয়ন ডলার। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে ৭, ৮৭, ৫০০ মার্কিন ডলার। আর সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে ২ লাখ ৮২ হাজার ৫০০ ডলার করে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা।

এদিকে বাংলাদেশ দল সুপার এইট থেকে বাদ পড়ায় পাবে প্রায় সাড়ে চার কোটি টাকা। বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য প্রাইজমানি হিসেবে দলগুলো পাবে প্রায় ৩৬ লাখ টাকা।

অন্যদিকে এবারের বিশ্বকাপে বাংলাদেশ তিনটি ম্যাচ জিতেছে। সে হিসেবে ম্যাচ জয়ের জন্য টাইগাররা পাবে প্রায় ১ কোটি ৮ লাখ টাকা।

ছাড়া সুপার এইট থেকে বাদ পড়ায় পাবে সাড়ে চার কোটি টাকা। সবমিলিয়ে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা পাবে বাংলাদেশ। এর বাইরে ম্যাচ ফি, ম্যাচসেরার পুরস্কারসহ অন্যান্য আয় তো আছেই।