মার্চ ১৭, ২০২৫

সোমবার ১৭ মার্চ, ২০২৫

টানা ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

University of Barishal
ছবি: প্রতিনিধি

পবিত্র মাহে রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।

‎বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার (১৬ মার্চ) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ মার্চ ২০২৫ (মঙ্গলবার) থেকে ১০ এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমে ছুটি থাকবে এবং ২৬ মার্চ ২০২৫ (বুধবার) থেকে ১০ এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার) পর্যন্ত দাপ্তরিক কার্যক্রমে ছুটি থাকবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে সিকিউরিটিসহ অন্যান্য জরুরি সেবাসমূহ বলবৎ থাকবে।