দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এর ফলে চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২১টি জেলার বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
ডুবে গেছে মাঠের আউশ, আমন বীজতলা, পাট, শাকসবজি, কলা, পেঁপে, তরমুজসহ বিভিন্ন মৌসুমি ফসল, যার মোট পরিমাণ ৭২ হাজার ৭৬ হেক্টর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্প্রসারণ উইংয়ের পরিচালকের স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা ও শরীয়তপুরসহ মোট ২১টি জেলা এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতির শীর্ষে আউশ ও আমন:
জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আউশ আবাদ, যা মোট ৪৪ হাজার ৬৬২ হেক্টর জমিতে বিস্তৃত। দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতি হয়েছে আমন বীজতলার, যার পরিমাণ ১৪ হাজার ৩৯৩ হেক্টর। এছাড়াও, ৯ হাজার ৬৭৩ হেক্টর জমির শাকসবজি, ২৯৭ হেক্টর বোনা আমন, ১৩৫ হেক্টর পাট, ৩৮৭ হেক্টর পান, ২৯৩ হেক্টর পেঁপে, ১১৪ হেক্টর কলা, ২৮১ হেক্টর গ্রীষ্মকালীন তরমুজ এবং ১০৪ হেক্টর জমির মরিচ পানিতে তলিয়ে গেছে।
কুমিল্লা ও নোয়াখালীতে সর্বোচ্চ ক্ষতি:
ক্ষতিগ্রস্ত ২১ জেলার মধ্যে কুমিল্লায় সবচেয়ে বেশি ফসলি জমি নিমজ্জিত হয়েছে। এই জেলায় ১১ হাজার ৫৯০ হেক্টর জমির ফসল পানির নিচে, যার মধ্যে রয়েছে আউশ, আমন, শাকসবজি, মরিচ ও আখ। দ্বিতীয় অবস্থানে রয়েছে নোয়াখালী জেলা, যেখানে ৭ হাজার ৮০৬ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। ফেনী জেলায় ক্ষতি হয়েছে ১ হাজার ৬৫৫ হেক্টর জমির ফসল।
এছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা দেখা দেওয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মৌসুমি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে আশার খবর হলো, গত কয়েক দিনে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করেছে। ফলে পানিতে নিমজ্জিত ফসলের হারও ধীরে ধীরে কমছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।
এ বিষয়ে বৃহস্পতিবার (১০ জুলাই) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ও ফসলের ধরণ নির্ণয়ে কাজ করছে। ক্ষতি নিরূপণ শেষে দ্রুতই পুনর্বাসন কার্যক্রমের পরিকল্পনা নেওয়া হবে। কৃষকদের এই সংকটময় পরিস্থিতিতে সহায়তা প্রদানে সরকার বদ্ধপরিকর।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC