বৈশাখের শুরু থেকেই আবহাওয়া যেন তার খেয়ালিপনা দেখাচ্ছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে কুমিল্লার আকাশ ছিল পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল। তবে বেলা গড়াতেই প্রকৃতির রূপ বদলাতে শুরু করে। দুপুর ১২টার দিকে হঠাৎ কালো মেঘে ঢেকে যায় আকাশ, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় মুষলধারে বৃষ্টি, সঙ্গে ছিল দমকা হাওয়া।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও আজ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। সেই পূর্বাভাস যেন কুমিল্লায় অক্ষরে অক্ষরে মিলে গেল।
এই অপ্রত্যাশিত বৃষ্টিতে একদিকে যেমন ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে, তেমনই অন্যদিকে বিপাকে পড়েছেন জরুরি কাজে বাইরে বের হওয়া সাধারণ মানুষ।
নগরীর ঠাকুরপাড়ার বাসিন্দা রাহাত আক্ষেপ করে বলেন, “এবার বৈশাখের শুরু থেকেই বৃষ্টি লেগেই আছে। তাই গরমটা তেমন অনুভূত হচ্ছে না। কিন্তু এখন আর সকালের আবহাওয়া দেখে দিনের পূর্বাভাস করা মুশকিল। সকালে রোদ ঝলমলে দেখে ছাতা ছাড়াই বেরিয়েছিলাম, আর এখন দেখুন ঝুম বৃষ্টি!”
আরিফু রহমান নামের এক কর্মজীবী জানান, “অফিস থেকে অল্প সময়ের জন্য ব্যাংকে গিয়েছিলাম টাকা তুলতে। হঠাৎ বৃষ্টিতে একেবারে আটকে গেছি। এত ভারী বৃষ্টিতে রিকশাতে গেলেও ভিজে যাব। তাই বাধ্য হয়ে অপেক্ষা করছি, বৃষ্টি থামলে রওনা দেব।”
এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আগামীকালও দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল বুধবারও বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC