জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এবং তাঁদের পরিবার-পরিজনদের প্রতি সম্মান জানিয়ে গতকাল বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় কুমিল্লায় বিশেষ স্মারক ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই বিপ্লব আলোচনা সভা’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল ডক্টরস ফোরামের জেলা সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।
প্রধান বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, '১৮ জুলাই কুমিল্লা মেডিকেলে যেতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি অনুমতি দেয়নি। আহতদের বাড়ি বাড়ি ঘুরেছি— এমন বর্বরতা কল্পনাতীত। আমরা চাঁদাবাজ বা সন্ত্রাস চাই না, চাই ন্যায়ের বাংলাদেশ। বিচার ও সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়।'
ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. জহিরুল আলমের সঞ্চালনায় এবং ডা. মোহাম্মদ শাহ আলমের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে মূল পর্ব শুরু হয়। এই স্মারক অনুষ্ঠানের উদ্বোধন করা হয় শহীদদের মা-বাবাসহ পরিবারের সদস্যদের সম্মাননা জানানোর মাধ্যমে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোমতি হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. মুজিবুর রহমান, অধ্যাপক ডা. ফজলুল হক লিটন, ডা. উম্মে কুলসুম মুনমুন এবং অধ্যাপক ডা. মো. মাহবুবুল ইসলাম মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জুলাই বিপ্লব নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রের প্রদর্শন। এই প্রামাণ্যচিত্রে আন্দোলনের প্রেক্ষাপট, দমন-পীড়ন, চিকিৎসাসেবা এবং শহীদদের জীবনের বিভিন্ন দিক অত্যন্ত হৃদয়স্পর্শীভাবে তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের সদস্যদের হাতে তাঁদের সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC