দেশের রেমিট্যান্স বা প্রবাসী আয়ের শীর্ষে রয়েছে ঢাকা জেলা। পরের শীর্ষ অবস্থানে রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট জেলা। এরপরই অন্যান্য জেলার অবস্থান। সর্বশেষ ২০২৪–২৫ অর্থবছরে গত জুলাই-অক্টোবর চার মাসে দেশে যত প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে, তার অর্ধেকের বেশিই এসেছে এ চার জেলায়।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ জেলাভিত্তিক প্রবাসী আয়ের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এই চিত্র চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) জুলাই থেকে অক্টোবর মাসের।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই–সেপ্টেম্বর চার মাসে প্রবাসীরা দেশে ৮৯৩ কোটি ৭১ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। এর মধ্যে গত তিন মাসে দেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা জেলায়। এরপর রয়েছে যথাক্রমে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট জেলার অবস্থান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত চার মাসে (জুলাই থেকে অক্টোবর) ঢাকা বিভাগে রেমিট্যান্স এসেছে ৪৩১ কোটি ৩০ লাখ ডলার। এই বিভাগের ১৩টি জেলার মধ্যে ঢাকা রয়েছে প্রথমে। আলোচিত চার মাসে ঢাকা জেলায় প্রবাসী আয় এসেছে ২৮৮ কোটি ৯৬ লাখ ডলার। একই বিভাগের টাঙ্গাইল জেলায় প্রবাসী আয় এসেছে ১৭ কোটি ৭৪ লাখ ডলার, যা দেশের মধ্যে শীর্ষ দশম অবস্থানে আছে।
অপরদিকে প্রবাসী আয়ের শীর্ষ তালিকায় রয়েছে চট্টগ্রাম বিভাগের ছয় জেলা। চট্টগ্রাম বিভাগে প্রবাসী আয় এসেছে ২৪৯ কোটি ৪২ লাখ ডলার। এগুলোর মধ্যে চট্টগ্রাম জেলায় প্রবাসী আয় এসেছে ৭৪ কোটি ৫৯ লাখ ডলার। কুমিল্লা জেলায় ৪৯ কোটি ৫২ লাখ ডলার, নোয়াখালীতে ২৭ কোটি ১৪ লাখ ডলার, ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ কোটি ৩৮ লাখ ডলার, ফেনীতে ২৪ কোটি ৫৭ লাখ ডলার এবং চাঁদপুরে ২৪ কোটি ৩০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।
সেই হিসেবে চট্টগ্রাম বিভাগে কুমিল্লা দ্বিতীয় এবং দেশের মধ্যে তৃতীয় অবস্থানে আছে।
এরপর নোয়াখালী পঞ্চম, ব্রাহ্মণবাড়িয়া ষষ্ঠ, ফেনী সপ্তম ও অষ্টম অবস্থানে আছে চাঁদপুর। একই বিভাগের বান্দরবান জেলায় প্রবাসী আয় এসেছে ৬১ লাখ ডলার, যা দেশের ৬৪ জেলার মধ্যে সর্বনিম্ন এটি। সবনিম্নে দ্বিতীয়তে রয়েছে একই বিভাগের রাঙ্গামাটি। এই জেলায় প্রবাসী আয় এসেছে ৮০ লাখ ডলার।
এছাড়া সিলেট বিভাগের চারটি জেলার মধ্যে সিলেট জেলায় প্রবাসী আয় এসেছে ৪২ কোটি ৫১ লাখ ডলার। যা দেশের মধ্যে শীর্ষ চতুর্থ অবস্থানে আছে। একই বিভাগের মৌলভীবাজার জেলায় প্রবাসী আয় এসেছে ১৮ কোটি ৯ লাখ ডলার, যা দেশের মধ্যে নবম অবস্থানে আছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC