জুলাই গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা মহানগর শাখা, ‘জুলাই দ্রোহ’ শীর্ষক এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। এতে অংশগ্রহণকারীরা জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে বিচার দাবি করেন।
আজ শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর নগরীর সালাহউদ্দিন মোড় থেকে শুরু হয়ে কান্দিরপাড় পূবালী চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়।
ছাত্রশিবির কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও সাবেক কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি কামরুজ্জামান সোহেল। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি হাসান আহমেদ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, "জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্ণ না হতেই একটি স্বার্থান্বেষী মহল জুলাইয়ের ঐতিহাসিক তাৎপর্য অস্বীকার করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই জুলাই কোন একক দলের নয় জুলাই এদেশের সকল মানুষের। সুতরাং জুলাই নিয়ে কোন তালবাহানা চলবে না, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে হবে, অবিলম্বে জুলাই গণহত্যার বিচার করতে হবে।"
তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "যদি এই দাবিগুলো পূরণ না করা হয়, তাহলে ২০২৪ সালের ১১ জুলাই পুলিশের হামলার পর সারা দেশে যেভাবে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছিল, ঠিক সেভাবেই কুমিল্লা থেকেই নতুন করে আন্দোলনের সূচনা হবে।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC