
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪টি আবাসিক হলের (ছেলে হল ২টি, মেয়ে হল ২টি) জন্য নাম প্রস্তাব আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নব-নির্মিত আবাসিক হলগুলোর জন্য নাম প্রস্তাব আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি অংশগ্রহণমূলক ও ঐতিহ্যবাহী প্রক্রিয়ার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সহায়তায় জনসংযোগ অফিসের মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, নতুন হলগুলোর জন্য এমন নাম চাওয়া হচ্ছে যা জাতীয় ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিক্ষার মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, প্রাক্তন শিক্ষার্থী ও আগ্রহী সাধারণ নাগরিকদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়েছে।
নাম প্রস্তাব পাঠাতে হবে আগামী ১৭ জুন ২০২৫ এর মধ্যে। প্রস্তাব জমা দেওয়া যাবে সরাসরি রেজিস্ট্রার অফিসে অথবা নির্ধারিত ই-মেইলে। প্রস্তাবের সাথে নাম নির্বাচনের যৌক্তিকতা বা ব্যাখ্যা সংযুক্ত করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৭-০৩-২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪টি হলের (২টি ছাত্র হল ও ২টি ছাত্রী হল) নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে অংশীজনদের সাথে আলোচনা করে এ ৪টি হলের যথাযথ নাম সুপারিশের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।”
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান জানান, “জাহাঙ্গীরনগরের হলগুলো কেবল আবাসনের স্থান নয়, এগুলো শিক্ষার্থীদের সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধ গঠনের ক্ষেত্র। তাই নাম নির্বাচনেও আমরা চাইছি তা এই চেতনার প্রতিফলন ঘটাক।”
বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। অনেকেই বলছেন, এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আবার স্বৈরাচারের আমলের সাথে সংশ্লিষ্ট নামগুলোর পরিবর্তনের দাবিও শিক্ষার্থীদের অনেক দিনের।
নিম্ন লিখিত ই-মেইলে আগামী ১৭-০৬-২০২৫ তারিখের মধ্যে নাম প্রস্তাব পাঠানো যাবে।