
আজ বৃহস্পতিবার (৮ মে) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সরাসরি তত্ত্বাবধানে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সার্বিক ব্যবস্থাপনায় ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শুরু হলো হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন কার্যক্রম।
লিভারের নিরব ঘাতক এই রোগের অগ্রিম প্রতিষেধক হিসেবে ভ্যাকসিন একটি কার্যকর পদ্ধতি। এই প্রোগ্রামে উন্নত মানের টেস্ট কিটের দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং ও ভ্যাকসিন প্রদান করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, “বর্তমানে বাংলাদেশে লিভার রোগীর সংখ্যা বেড়েই চলছে। এই লিভার রোগের সূচনা হয় হেপাটাইটিস বি, সি ভাইরাস থেকে। এর থেকে পরিত্রাণ পেতে হেপাটাইটিস ভ্যাক্সিন টি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি সচেতন নাগরিকের এই ভ্যাক্সিনটি গ্রহণ করা উচিৎ। এটি কিছুটা ব্যায়বহুল হওয়াতে অনেকে এটি গ্রহণ করে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে এই ভ্যাক্সিন ফ্রীতে দেওয়ার উদ্যোগ নিয়েছে। যা সকল শিক্ষার্থীর হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করবে।”
শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ফয়সাল হোসেন বলেন, “প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করা আমাদের ৩১ দফার একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্যখাত সহ রাষ্ট্রের সব বিষয়ই সংস্কার করতে হবে। সেই লক্ষ্য নিয়ে আমাদের নেতা আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। তারই অংশ হিসাবে জাবিতে শিক্ষার্থীদের হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এর মধ্যে দিয়ে সবাইকে স্বাস্থ্য সচেতন করতে চাই। আর আমরা একটা বার্তা সারাদেশের মানুষকে দিতে চাই। তা হচ্ছে, ভবিষ্যতে স্বাস্থ্যখাতকে সংস্কার করে সবার জন্য সহজলভ্য সেবা নিশ্চিত করার পরিকল্পনা আমাদের দলের রয়েছে।”
“আমরা জাবির সব শিক্ষার্থীদের টিকা নেয়ার আমন্ত্রন জানাচ্ছি। আমরা মনে করি আজকের তরুণ শিক্ষার্থীরা আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে। তাদের জন্যই এই কর্মসূচি। এই কর্মসূচি বাস্তবায়নে ক্যাম্পাসের প্রশাসন, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবার সহযোগীতা কামনা করছি। সবার সহযোগীতা ও অংশগ্রহণ ছাড়া এই কর্মসূচি বাস্তবায়ন সম্ভব না। আমাদের প্রত্যাশা, সবাই আমাদের সঙ্গে থাকবেন। এই কর্মসূচি এই ক্যাম্পাসের সবার।”
যুগ্ম আহবায়ক হুমায়ূন হাবিব হিরন বলেন, “আপনারা জানেন, বিএনপি ঘোষিত ৩১ দফার ২৬ নম্বর দফায় উল্লেখ রয়েছে, (সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা) এই স্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে ও ড্যাবের সহযোগিতায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি কমানোর উদ্দেশ্যে ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিয়েছে।”
“হেপাটাইটিস বি ভাইরাস নিরব ঘাতক রোগ। এই রোগের উপসর্গ অত্যন্ত কম, দীর্ঘদিন ধরে শরীরে নীরবে থেকে যায়। রোগ সনাক্ত হওয়ার আগেই লিভারে ক্ষতি করতে শুরু করে, ফলে একসময় লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার তৈরি হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে প্রতি বছর হেপাটাইটিসে বাংলাদেশে প্রায় ২০ হাজারেরও বেশি মানুষ প্রান হারায়।”
“আমাদের এ কর্মসূচি জাহাঙ্গীরনগরের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। আমি সকল শিক্ষার্থী ভাই-বোনদের আহ্বান জানাই, আসুন আমরা সকলে টিকা গ্রহণ করে সুস্থ শিক্ষাঙ্গন ও সুন্দর দেশ গড়ে তুলি।”
শাখা ছাত্রদলের সদস্য তানজিলা হোসাইন বৈশাখী এর মতে, “স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার, এই মানবিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে। এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে এটি একটি সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাতীয়তাবাদী ছাত্রদলের এই প্রয়াস প্রমাণ করে, এর কার্যক্রম শুধুমাত্র রাজনীতিতে সীমাবদ্ধ নয়, বরং তারা একটি মানবিক দায়িত্ববোধ সম্পন্ন শক্তি এবং শিক্ষার্থীদের কল্যাণে সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পথ দেখায় এবং আমরা আশা করি, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় নিয়ে হেপাটাইটিস বি ভাইরাসের পরীক্ষা ও ভ্যাকসিনেশন কার্যক্রমে অংশ নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সময়সূচি:
ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন: ৮ মে ২০২৫ থেকে ২১ মে ২০২৫ পর্যন্ত।
ব্লাড স্যাম্পল স্ক্রিনিং: ১০ মে ২০২৫ থেকে ২১ মে ২০২৫ পর্যন্ত।
হেপাটাইটিস বি ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন: ১৪ মে ২০২৫, এবং ভ্যাকসিন প্রদান কার্যক্রম ২২ মে ২০২৫ পর্যন্ত অব্যাহত থাকবে। ১ম ডোজ ২২ মে ২০২৫ পর্যন্ত এবং পরবর্তী ডোজ ১ মাস অন্তর ২ ধাপে বাকি ২ ডোজ ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।