জামালপুরের সরিষাবাড়ীতে ঢাকা থেকে তারাকান্দিগামী আন্তনগর ট্রেন যমুনা এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১৮ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তার তালহা বিন জসীম এই তথ্য নিশ্চিত করেন।
এ সময় আতঙ্কিত কিছু যাত্রী ট্রেন থেকে লাফিয়ে নেমে যান। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর সরিষাবাড়ী-তারাকান্দি রেলপথে ট্রেনযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ভোর ৫টায় ট্রেন চলাচল শুরু হয়।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, রাত ১টা ২০ মিনিটে যমুনা ট্রেনে আগুনের খবর পেয়ে দ্রুত পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছি। আগুনে দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো যাত্রী নিহত বা আহত হয়নি। আগুন লাগার বিষয়ে তদন্ত করে জানাবে বলে জানান।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলজার হোসেন গণমাধ্যমকে জানান, এই ঘটনায় মামলা করা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে আসামি শনাক্ত করতে বেশ কয়েকটি টিম মাঠে কাজ করছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC