জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য "অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান" এর সাথে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের প্রেসিডেন্ট "অধ্যাপক ড. অমিয় ভৌমিক" আজ সৌজন্য সাক্ষাৎ করেন।
বেলা সাড়ে বারোটায় উপাচার্য অফিসের কনফারেন্স কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে ড. ভৌমিক শিক্ষা ও গবেষণায় শিক্ষক ও শিক্ষার্থীদের দ্বিপাক্ষিক সফর ও অন্যান্য বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে ড. ভৌমিক জানান, তাঁর বিশ্ববিদ্যালয়টি মালয়েশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ র্যাংকিংধারী। বিশ্ববিদ্যালয়টিতে ৭০টির অধিক দেশের শিক্ষার্থীরা অধ্যয়ন করছেন। টাইমস হায়ার এডুকেশন র্যাংকিং এবং কিউএস র্যাংকিংয়ে উচ্চ অবস্থানে রয়েছে এ বিশ্ববিদ্যালয়টি।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিপাক্ষিক শিক্ষা ও সহযোগিতার জন্য সমঝোতা স্মারক চুক্তি করার আগ্রহ ব্যক্ত করেন। উপাচার্য এ আগ্রহের জন্য ড. ভৌমিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ বিষয়ে পরবর্তী কার্যসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে একযোগে কাজ করার ইচ্ছা পোষণ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক ড. আইরীন আক্তার, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. রিসালা তাসিন খান, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানা, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্ট এ্যাফেয়ার্স-এর পরিচালক লিসা লি প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC