
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ছয়দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেছেন গতকাল।
তিনি “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ডি.সি (জেইউএএডিসি)” আয়োজিত গ্লোবাল রিইউনিয়ন – ২০২৫ এ অংশগ্রহণ করবেন এবং শিক্ষাবিষয়ক গুরুত্বপূর্ণ সেমিনারে বক্তব্য প্রদান করবেন।
গতকাল (২২ জুলাই) তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উদ্দেশ্যে রওনা হন। সফরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে তিনি আগামী ২৬ জুলাই একটি বিশেষ সেমিনারে “Teaching and Learning in Bangladesh Universities – Past and Future” শীর্ষক বক্তব্য প্রদান করবেন।
এই সেমিনারে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাদান পদ্ধতি, শিক্ষা-গুণমান, শিক্ষার্থীদের কর্মজীবনমুখী দক্ষতা এবং উচ্চশিক্ষায় গবেষণার সম্প্রসারণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
উপাচার্য তাঁর বক্তব্যে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার রূপরেখা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
সফরকালে তিনি ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অ্যালামনাই মিটিং-এ অংশগ্রহণ করবেন।
২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত চলবে গ্লোবাল রিইউনিয়নের মূল অনুষ্ঠান, যেখানে প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হবে এই আয়োজন।
এই মিলনমেলা প্রবাসী অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন ভাবনার সাথে যুক্ত থাকার সুযোগ সৃষ্টি করবে।
উপাচার্য তাঁর এই সফরের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন এবং তাদের মধ্যে আন্তঃসম্পর্ক ও সেতুবন্ধন আরও দৃঢ় করার উদ্যোগ নেবেন।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিমণ্ডলে অবস্থান সুদৃঢ় করতেও এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আগামী ২৯ জুলাই ২০২৫ তারিখে দেশে ফিরে আসবেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
তাঁর এই সফরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অ্যালামনাইদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।