মে ১৯, ২০২৫

সোমবার ১৯ মে, ২০২৫

জাবির সামাজিক সংগঠন ইচ্ছা ও শহিদ আজাদ-রুমী গ্রন্থাগারের নতুন কমিটির যাত্রা শুরু

ছবি: প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “ইচ্ছা” এবং এর অঙ্গ সংগঠন “শহিদ আজাদ-রুমী গ্রন্থাগার” এর নতুন কমিটির যাত্রা শুরু হলো এক নতুন প্রত্যয়ের সাথে। নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে সংগঠনটি আগামীর পথচলা শুরু করেছে নতুনভাবে, যার লক্ষ্য আরও সুসংগঠিতভাবে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা ও গ্রন্থাগারভিত্তিক পাঠচর্চার প্রসার ঘটানো।

সোমবার (১৯ মে) গণিত বিভাগের ২৩০ নং কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫-২৬ সালের জন্য নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রত্নতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক “অধ্যাপক ড. এ.কে.এম শাহনাওয়াজ”।

ইচ্ছার নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন “তারিফ জামান”, যিনি এর আগে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন “মো: কামরুজ্জামান”, যিনি ইচ্ছার সমাজসেবা কার্যক্রমে ছিলেন অগ্রণী ভূমিকায়।

এ বিষয়ে জানতে চাইলে ইচ্ছার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুজ্জামান শুভ বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের রঙিন সময়ে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে আমরা ২০১৮ সালে সামাজিক সংগঠন “ইচ্ছা” প্রতিষ্ঠা করেছিলাম। সময়ের সাথে সাথে প্রতিবছর নতুন কমিটি হচ্ছে, এক ব্যাচ থেকে আরেক ব্যাচের হাতে আমরা ভালো কাজ করার এই আলোকবর্তিকা তুলে দিচ্ছি। এটি ইচ্ছা’র ৫ম কমিটি। নতুন কমিটি আরো বড় পরিসরে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করবে বলে আমি আশাবাদী।”

ইচ্ছার বিদায়ী সভাপতি আল-আমিন ইমন বলেন, “ইচ্ছা’র সাথে কর্মী হিসেবে আমার পথচলা শুরু ২০২০ সালে করোনাকালীন সময়ে। আজ ইচ্ছা’র সভাপতি হিসেবে দায়িত্ব থেকে অবসর নিচ্ছি। ইচ্ছা’র সাথে যুক্ত হওয়ার মূল উদ্দেশ্য ছিলো দেশ এবং সমাজের জন্য যতটুকু সম্ভব কাজ করা। ভবিষ্যতেও সেই প্রয়াস অব্যাহত থাকবে। ইচ্ছার নতুন নেতৃত্বকে স্বাগতম। আশা করি তারা ইচ্ছার কার্যক্রম আরও বিস্তৃত করতে পারবে।”

ইচ্ছার বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম বলেন, “Inspire Care & Cultivate Human Aid – ICCHA (ইচ্ছা) এর বিগত কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা ছিল আমার জন্য একটি অনন্য অভিজ্ঞতা এবং সৌভাগ্যের বিষয়। সংগঠনটির মূল লক্ষ্য; মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং সেবার মনোভাবকে কেন্দ্র করে আমরা বিগত সময়ে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছি। কমিটির প্রত্যেক সদস্য নিষ্ঠা, আন্তরিকতা ও দলগত সহযোগিতার মাধ্যমে দায়িত্ব পালন করেছেন, যা আমাদের লক্ষ্য পূরণে সহায়ক হয়েছে।”

তিনি আরো বলেন, “এই পথচলায় যাঁরা আমাদের পাশে ছিলেন; পরামর্শদাতা, শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ সহ সবার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগঠনের অর্জনগুলো একক কারও নয়, বরং এটি একটি সম্মিলিত প্রচেষ্টার ফল। নতুন কার্যনির্বাহী কমিটির প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আমি বিশ্বাস করি, তারা ইচ্ছা’র আদর্শ ও কার্যক্রমকে আরও বৃহৎ পরিসরে পৌঁছে দিতে সক্ষম হবে এবং মানবিক সহযাত্রার এই পথচলাকে আরও শক্তিশালী ও অর্থবহ করে তুলবে।”

নব-নির্বাচিত সভাপতি ও ফার্মেসি ৫০ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ তারিফ জামান বলেন, “আজকের আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ইচ্ছার পরিচালক কমিটি আমাকে সভাপতি হিসেবে নির্বচিত করে। এজন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পরিচালনা কমিটি আমাকে একটা বড় দায়িত্ব পরিচালনা করার যোগ্য মনে করেছেন, এতে আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ। আমি ২০২২ সালের মাঝামাঝি সময়ে ইচ্ছার সাথে যুক্ত হই। বিগত ৩ বছরে ইচ্ছা সংগঠনের নানান কাজে সরাসরি যুক্ত ছিলাম। এসব কাজের সাথে সম্পৃক্ত থেকে আমার মানুষের প্রতি সহায়তা করার মনোভাব অনেকাংশে বৃদ্ধি পায়, এসব কাজের মাধ্যমে আমি মানসিক শান্তি অর্জন করতে পেরেছি। আমি সকলের দোয়া চাই, যাতে করে ইচ্ছা সামাজিক সংগঠনকে একটা নতুন পর্যায়ে নিয়ে যেতে পারি।”

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও গণিত ৫১ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ কামরুজ্জামান বলেন, “১ম বর্ষ থেকে ইচ্ছা’র সাথে জড়িত আছি। Inspire Care & Cultivate Human Aid-ICCHA জাবির একটি সামাজিক সেবামূলক সংগঠন। ২০১৮ সালে যার যাত্রা শুরু হয়। বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কাজ ই ইচ্ছা’র প্রধান লক্ষ্য। মানুষের জন্য সামান্য কিছু করতে পারলে একটা ভালো লাগা কাজ করে। তাই এই সামাজিক সংগঠনের সাথে আছি। আলহামদুলিল্লাহ (২০২৫-২৬) কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক এর দায়িত্ব দেয়া হয়েছে। এই দায়িত্ব যথাযথ পালনের সর্বোচ্চ চেষ্টা করবো (ইন শা আল্লাহ্‌)।”

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক ইরফান ইবনে আমিন পাটোয়ারী (প্রতিনিধি নিজে) জানান, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম অগ্রণী সামাজিক সংগঠন “ইচ্ছা” এবং এর অঙ্গ প্রতিষ্ঠান “শহিদ আজাদ-রুমী গ্রন্থাগার” এর নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা, মানবিক বোধ ও সাংস্কৃতিক চেতনার বিকাশে কাজ করে যাওয়া এই সংগঠনের নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে এক নতুন যাত্রার সূচনা হলো।”

তিনি আরো বলেন, “ইচ্ছা শুধুই একটি সংগঠন নয়, এটি একটি চেতনার নাম। আমাদের নতুন কমিটির মূল লক্ষ্য হবে সংগঠনের কার্যক্রম আরো বিস্তৃত করা এবং শহিদ আজাদ-রুমী গ্রন্থাগারকে ক্যাম্পাসজুড়ে একটি জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত করা। আমাদের আরো কিছু পরিকল্পনা রয়েছে, যেমন – বই পড়ার সংস্কৃতি ছড়িয়ে দিতে নিয়মিত পাঠচক্র, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় বই ও শিক্ষা উপকরণ বিতরণ, মুক্তিযুদ্ধ-সাহিত্য ও সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয়ে উন্মুক্ত আলোচনা, গ্রন্থাগার ব্যবস্থাপনার আধুনিকায়ন, নিয়মিত সাংস্কৃতিক ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচি ইত্যাদি।”

নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরাও সংগঠনের প্রতি নিজেদের দায়বদ্ধতা ও উদ্দীপনার কথা ব্যক্ত করেন। তাঁরা বলেন, ‘ইচ্ছা’-র যাত্রা শুধু ক্যাম্পাসে সীমাবদ্ধ নয়, এর প্রভাব যেন সমাজে সুদূরপ্রসারী হয়; সেই লক্ষ্যেই তারা একসঙ্গে পথ চলবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিমত, ইচ্ছা ও শহিদ আজাদ-রুমী গ্রন্থাগার বহুদিন ধরেই ক্যাম্পাসে প্রগতিশীল, গণতান্ত্রিক ও মানবিক চিন্তার বাতিঘর হিসেবে কাজ করে আসছে। নতুন নেতৃত্বের হাত ধরে এই সংগঠন আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলেই সবার প্রত্যাশা। নতুন কমিটির এ যাত্রা যেন শিক্ষার্থী সমাজকে নতুন করে আলোড়িত করে এবং মুক্তচিন্তার বিকাশে অগ্রণী ভূমিকা রাখে; এমনটাই চায় জাহাঙ্গীরনগরের বিবেকবান ছাত্রসমাজ।

নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ‘ইচ্ছা’ ও শহিদ আজাদ-রুমী গ্রন্থাগার একটি নতুন অধ্যায়ে প্রবেশ করলো। আশা করা যাচ্ছে, এই নবীন নেতৃত্ব আগামীতেও সংগঠনটিকে একটি আদর্শ সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে আরও এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয় ও এর বাইরের সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

উল্লেখ্য, ইচ্ছার নতুন কমিটিতে আছেন: সভাপতি, মোঃ তারিফ জামান, ফার্মেসি ৫০,, সহ-সভাপতি, মোঃ আতিকুর রহমান, ইতিহাস ৫০,, সাধারণ সম্পাদক, মোঃ কামরুজ্জামান, গণিত ৫১,, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাদল দেবনাথ, গণিত ৫১,, সাংগঠনিক সম্পাদক, সুমাইয়া সিদ্দিকা, উদ্ভিদ বিজ্ঞান ৫০,, অর্থ সম্পাদক, লাজিম লিমন, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স ৫০,, দপ্তর সম্পাদক, ইরফান ইবনে আমিন পাটোয়ারী, প্রত্নতত্ত্ব ৪৯,, সহ-দপ্তর সম্পাদক, মাইমুন্নাহার রিনি, ইংরেজি ৫৩,, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ মাহফুজুল ইসলাম সোহাগ, ইতিহাস ৫২,, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ রবিউল ইসলাম, গণিত ৫৩,, পাঠাগার সম্পাদক, সাফায়েত হোসেন সাগর, ইতিহাস ৫২,, সহ-পাঠাগার সম্পাদক, হুমাইয়ারা মরিয়ম শশী, জার্নালিজম ৫৩,, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, তারিনা আক্তার মিম, অর্থনীতি ৫৩,, ক্রীড়া সম্পাদক, মোঃ সোবাইব আকতার সীমান্ত, অর্থনীতি ৫৩,, শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক, সুমাইয়া সিদ্দিকা মিম, আইআইটি ৫১,, সমাজসেবা বিষয়ক সম্পাদক, মোঃ রায়হান হোসেন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ৫৩।

শহিদ আজাদ-রুমী গ্রন্থাগারের নতুন কমিটিতে যারা স্থান পেয়েছেন: পরিচালক, মোঃ শাহ আলম, দর্শন ৪৮,, উপ-পরিচালক, মোঃ তারিফ জামান, ফার্মেসি ৫০,, সাংগঠনিক সম্পাদক, নুহান সাদাত রোজনীল, ইতিহাস ৫২,, অর্থ সম্পাদক, মোঃ মাহফুজুল ইসলাম সোহাগ, ইতিহাস ৫২,, দপ্তর সম্পাদক, বাদল দেবনাথ, গণিত ৫১,, উপ-দপ্তর সম্পাদক, হুমাইয়ারা মরিয়ম শশী, জার্নালিজম ৫৩,, পাঠচক্র বিষয়ক সম্পাদক, ইরফান ইবনে আমিন পাটোয়ারী, প্রত্নতত্ত্ব ৪৯,, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ সোবাইব আকতার সীমান্ত, অর্থনীতি ৫৩।

আরও পড়ুন