
গত বৃহস্পতিবার (১৫ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী জুলাই মাসের ৩১ তারিখ জাকসু নির্বাচনের সাথে একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে হল প্রশাসন সূত্রে জানা গেছে।
হল সংসদ নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত প্রায় বেশ কয়েকদিন ধরে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছিল। এবার আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করে হল কর্তৃপক্ষ। তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ, মনোনয়ন যাচাই-বাছাই, প্রার্থীদের নাম প্রত্যাহার এবং ভোটের তারিখ সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নির্ধারণ করা হয়েছে। নির্বাচনী তফসিল ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে, হল অফিস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
জানা গেছে, হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনকালীন সময় হল প্রশাসন থেকে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রস্তুতি নেওয়া হবে বলে জানানো হয়েছে। হলের ছাত্রদের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহ দেখা গেছে। অনেক ছাত্রই আশা করছেন, এই নির্বাচনের মাধ্যমে তাদের দাবি-দাওয়া আরও জোরালোভাবে উপস্থাপন করা সম্ভব হবে।
এ বিষয়ে জানতে চাইলে, শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট ও হল সংসদের সভাপতি অধ্যাপক ড. খোন্দকার লুৎফুল এলাহী বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসুর গঠনতন্ত্র অনুযায়ী আমাদের মাননীয় উপাচার্য মহোদয় এর আগে এই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, সে অনুযায়ী নির্বাচন কমিশন জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। সেই ধারাবাহিকতায় আমরা হল প্রশাসনের পক্ষ থেকে হল সংসদগুলি কার্যকরী করার পদ্ধতি হিসেবে শহীদ তাজউদ্দীন হল প্রশাসনের পক্ষ থেকে আমরা হল সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করেছি। গঠনতন্ত্র অনুযায়ী একই সাথে রিটার্নিং অফিসার কর্তৃক নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। ৩৩ বছর পরে এসে জাকসু এবং হল সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র প্রতিনিধির মাধ্যমে ছাত্রদের একটি প্রতিনিধিত্বশীল নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সুষ্ঠু ধারার শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক এ সমস্ত বিষয়গুলি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদের মাধ্যমে পরিচালিত হওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয় একটি নতুন গতি ফিরে পাবে।”
তিনি আরো বলেন, “যে গতিটা আমরা দেখেছি যে, এই ৩৩ বছরের মধ্যে যে সরকারই ক্ষমতায় এসেছে, তাদের সংগঠনগুলো জাকসু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। এ পরিবর্তিত পরিস্থিতিতে গঠনতন্ত্র অনুযায়ী আমাদের মাননীয় উপাচার্য মহোদয়ের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসনের সহযোগিতায় ৩১ জুলাই একটি সুন্দর, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীরাই তাদের প্রতিনিধি নির্বাচন করবে। তারা বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রশাসনের সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি। এর মধ্য দিয়েই যোগ্য নেতৃত্ব এগিয়ে আসবে ছাত্র প্রতিনিধিদের, যে নেতৃত্বের মধ্য দিয়ে তারা শুধু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রেই না জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আমরা আশা করি।”
ঘোষণাপত্র:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল সংসদের গঠনতন্ত্রের ১০ এর (A) ধারা মোতাবেক প্রত্যেক হল প্রাধ্যক্ষ সংশ্লিষ্ট হল সংসদের সভাপতি; এবং গঠনতন্ত্রের ইলেক্টোরাল রুলসের (D) ধারা মোতাবেক সভাপতি সংশ্লিষ্ট হল সংসদের নির্বাচনের তারিখ, সময় ও স্থান ঘোষণা করবেন এবং একই সাথে রিটার্নিং অফিসার ও পোলিং অফিসারগণকে নিয়োগ করবেন। সে অনুসারে শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদ নির্বাচন ২০২৫ এর তারিখ, সময় ও স্থান ঘোষণা করা হলো:
১ – নির্বাচনের তারিখ: ৩১ জুলাই ২০২৫।
২ – নির্বাচনের সময়: সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত।
৩ – নির্বাচনের স্থান: হল কমন রুম।
একইসাথে, শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদ নির্বাচন ২০২৫ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিম্নে উল্লেখিত রিটার্নিং অফিসার ও পোলিং অফিসারদের নিয়োগ করা হলো:
রিটার্নিং অফিসার: ড. মোঃ আলমগীর কবির, ওয়ার্ডেন, শহীদ তাজউদ্দীন আহমদ হল।
পোলিং অফিসার: অধ্যাপক মোঃ আশরাফুল আলম, ওয়ার্ডেন, শহীদ তাজউদ্দীন আহমদ হল। জনাব মোঃ আশরাফুল হাবীব, সহকারী আবাসিক শিক্ষক, শহীদ তাজউদ্দীন আহমদ হল। জনাব মোঃ সালাহ উদ্দিন, সহকারী আবাসিক শিক্ষক, শহীদ তাজউদ্দীন আহমদ হল।
নির্বাচনী তফসিল:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল সংসদের গঠনতন্ত্রের ইলেক্টোরাল রুলসের (D) ধারা ও মাননীয় উপাচার্যের ৩০ এপ্রিল ২০২৫ তারিখে স্বাক্ষরিত পত্র (সংখ্যা: উঅ/জাবি/২০২৫/১০১৮) মোতাবেক ঘোষিত হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের তারিখ অনুযায়ী বিস্তারিত তফসিল:
১ – মনোনয়ন পত্র সংগ্রহ: ১ জুলাই ২০২৫ হতে ৩ জুলাই ২০২৫, বিকাল ৫ টা পর্যন্ত।
২ – মনোনয়ন পত্র জমাদান (প্রার্থী কিংবা তার প্রতিনিধি কর্তৃক): ১ জুলাই ২০২৫ হতে ৭ জুলাই ২০২৫, বিকাল ৫ টা পর্যন্ত।
৩ – মনোনয়ন পত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ: ৯ জুলাই ২০২৫।
৪ – মনোনয়ন পত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ: ১১ জুলাই ২০২৫, বিকাল ৫ টা পর্যন্ত।
৫ – আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা: ১৩ জুলাই ২০২৫, বিকাল ৫ টা পর্যন্ত।
৬ – মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ: ১৪ জুলাই ২০২৫, বিকাল ৫ টা পর্যন্ত।
৭ – প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ: ১৫ জুলাই ২০২৫।
৮ – নির্বাচনী প্রচারণা: ১৬ জুলাই ২০২৫ হতে ২৮ জুলাই ২০২৫, রাত ১২ টা পর্যন্ত।
৯ – বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ১৬ জুলাই ২০২৫।
১০ – ভোট গ্রহণ: ৩১ জুলাই ২০২৫, সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত।
১১ – ভোট গণনা ও ফলাফল প্রকাশ: ৩১ জুলাই ২০২৫।