জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের চর্চা ও প্রসারের লক্ষ্যে আত্মপ্রকাশ করলো ভাষাভিত্তিক সংগঠন ‘শুদ্ধ-স্বর’।
বাংলা ভাষাকে নির্ভুল উচ্চারণ, সঠিক বানান ও ব্যাকরণসম্মত ব্যবহার সহ অর্থবোধক ও প্রাঞ্জল উপস্থাপনার মাধ্যমে চর্চার একটি সচেতন সংস্কৃতি গড়ে তোলাই এই সংগঠনের মূল উদ্দেশ্য।
বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষাপ্রেমী কিছু শিক্ষার্থী মিলে এই সংগঠন চালুর উদ্যোগ গ্রহণ করেন। তাঁদের বিশ্বাস, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে বাংলার চর্চা যেভাবে বিকৃত ও উপেক্ষিত হচ্ছে, তা শুধরে দেওয়ার জন্য সচেতন ও যুক্তিনিষ্ঠ উদ্যোগ একান্ত প্রয়োজন। ‘শুদ্ধ-স্বর’ সেই প্রয়াসেরই নাম।
সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে শিক্ষার্থীরা বলেন, "ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং জাতির সাংস্কৃতিক পরিচয়ও। শুদ্ধভাবে ভাষা চর্চার মধ্যে দিয়েই আত্মপরিচয়, শৃঙ্খলা ও চিন্তার পরিশুদ্ধ রূপরেখা গড়ে ওঠে।"
"শুদ্ধ-স্বর" এর কর্ম-পরিকল্পনার মধ্যে রয়েছে নিয়মিত ভাষা কর্মশালা, শুদ্ধ উচ্চারণ ও বানান চর্চার প্রশিক্ষণ, পাঠচক্র, কবিতা আবৃত্তি ও উপস্থাপনাশৈলী উন্নয়নের জন্য কার্যক্রম।
এছাড়া অনলাইন মাধ্যমে ভাষা-ভিত্তিক কনটেন্ট প্রকাশ ও বাংলা ভাষার বিকৃত ব্যবহার নিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগও নেওয়া হবে বলে জানা গেছে।
শিক্ষার্থীরা মনে করছেন, এই সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের ভাষা ও সাংস্কৃতিক পরিমণ্ডলে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।
এ বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি শারমিন সুলতানা বলেন, "(শুদ্ধ -স্বর) বাংলা সাহিত্য ও বাঙালি সংস্কৃতি কেন্দ্রিক সংগঠন। এটি একটি অরাজনৈতিক সংগঠন, এখানে শুদ্ধভাবে বাংলা ভাষা এবং সংস্কৃতির চর্চা করতে চাই।"
তিনি আরো বলেন, "ধরে রাখতে চাই, বাঙালির ঐতিহ্যকে। ভবিষ্যতে আমরা সংগঠনটিকে একটি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই।আমাদের স্বপ্ন ক্যাম্পাস ছাড়িয়ে প্রতিষ্ঠানটি যেন সারা দেশব্যাপী ছড়িয়ে যায় সুদূর ভবিষ্যতে। সংগঠনের প্রতিটি সদস্য আন্তরিক এবং পরিশ্রমী। আমরা চেষ্টা করবো স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ শ্রম দিয়ে কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে।"
সাধারণ সম্পাদক সাকিব আল হাসান মিরাজ বলেন, "(শুদ্ধ-স্বর) হবে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি চর্চার নির্ভরযোগ্য ঠিকানা। 'শুদ্ধ-স্বর' কেবল একটি সংগঠন নয়, এটি একটি শুদ্ধ ভাষাচর্চা, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক পুনর্জাগরণের যাত্রা। সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে আমি অঙ্গীকার করছি, আমরা তরুণদের নিয়ে গড়ে তুলবো এমন এক প্ল্যাটফর্ম, যেখানে সাহিত্য ও সংস্কৃতির চর্চা হবে সততা, সমতা ও মননের দায়িত্ব নিয়ে।
বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার, নতুন লেখকের বিকাশ, লোকজ সংস্কৃতির সংরক্ষণ এবং পাঠচক্র ও সাহিত্য আড্ডার মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। আমাদের যাত্রা হবে সাম্যের, শুদ্ধতার ও সৃজনশীলতার পথে।"
উল্লেখ্য, "শুদ্ধ-স্বর" এর নবগঠিত কমিটির নেতৃত্বে আসলেন যারা:
সভাপতি: শারমিন সুলতানা (৪৯); জ্যেষ্ঠ সহ-সভাপতি: আনিকা ইন্তিজার (৪৯); সহ-সভাপতি: মোঃ তানভীরুল আরেফীন কবির (৫০); সাধারণ সম্পাদক: সাকিব আল হাসান মিরাজ (৫১); জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক: হাসান মাহমুদ (৫১); যুগ্ম-সাধারণ সম্পাদক: মোঃ মাসুম রানা (৫১), আব্দুল্লাহ আলিফ (৫১), অসীম বিশ্বাস (৫১), মোঃ রাকিবুল ইসলাম (৫১); সাংগঠনিক সম্পাদক: মোঃ আরিফুল ইসলাম সিরাজী (৫৩); দপ্তর সম্পাদক: গালিব সিকদার (৫৩); অর্থ সম্পাদক: মোহিনী আক্তার (৫৩); প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ স্বাধীন (৫৩); সদস্য: শাকিরা নওশীন (৫২), নেয়ামুল মিরাজ মাহিন (৫২), আলী আরাফাত খান (৫৩), সোনালী আখতার (৫৩), আমীর হামজা (৫৩), স্নিগ্ধা খাতুন (৫৩), সুমাইয়া আমীন ঐশী (৫৩), মোঃ মুহিত ইসফাক (৫৩), জান্নাতুল মাওয়া শ্যামন্তী (৫৩)।
বাংলা ভাষাকে ভালোবেসে শুদ্ধভাবে চর্চার যে দীপ্ত অঙ্গীকার নিয়ে ‘শুদ্ধ-স্বর’ আত্মপ্রকাশ করেছে, তা শুধু একটি সংগঠনের জন্ম নয়, বরং একটি ভাষা-সচেতন প্রজন্ম গঠনের অভিমুখেও সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে আশা করা যায়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC