জাবিতে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুবিধা নিশ্চিত ও বিভিন্ন অনুষদে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন এবং নিরাপত্তা নিশ্চিতের দুইদফা দাবিতে উপাচার্য বরাবর লাল সবুজ উন্নয়ন সংঘের স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন "লাল সবুজ উন্নয়ন সংঘ" জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিমের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুবিধা নিশ্চিত ও বিভিন্ন অনুষদে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন এবং ক্যাম্পাসের আবাসিক হলগুলোতে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত ও ঢাকা- আরিচা মহাসড়ক সংলগ্ন হলগুলোর পাশের দেয়ালগুলো উঁচুকরণ এবং কাঁটাতার স্থাপনের মাধ্যমে নিরাপত্তা প্রদানসহ দুইদফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ বিষয়ে সরকার ও রাজনীতি বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী কনক ইয়াসমিন বলেন, "বর্তমান সময়ে নারী শিক্ষার্থীদের ন্যূনতম স্বাস্থ্যসুবিধা, বিশেষত মাসিককালীন সময়ে প্রয়োজনীয় সামগ্রী সহজলভ্য করার জন্য ভেন্ডিং মেশিন স্থাপন একটি সময়োপযোগী পদক্ষেপ হবে।"
দর্শন বিভাগের ৫৩ তম ব্যাচের শিক্ষার্থী হ্যাপি আক্তার শিলা বলেন, "নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলো, বিশেষ করে ঢাকা-আরিচা মহাসড়কের পার্শ্ববর্তী এলাকাগুলোতে অবাধ চলাচলের কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপটে মহাসড়ক ঘেঁষা সীমানা প্রাচীর উঁচু করা এবং কাঁটাতার স্থাপন করলে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত করা সম্ভব হবে।"
সরকার ও রাজনীতি বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী ও লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, "লাল সবুজ উন্নয়ন সংঘ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাজ ও মানুষের কল্যাণে ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করে তোলার পাশাপাশি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে লাল সবুজ উন্নয়ন সংঘ অবিরামভাবে কাজ করে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং পুরো ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছি।"
স্মারকলিপি প্রদানের সময় লাল সবুজ উন্নয়ন সংঘ জাবি টিমের সংগঠক আব্দুল হাদি, হৃদি, রিনা, কনক, শিলা সহ অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, লাল সবুজ উন্নয়ন সংঘ ২০১১ সাল থেকে দেশের অধিকাংশ জেলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, বিভিন্ন সচেতনামূলক ক্যাম্পেইন, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও পাঠদান কর্মসূচি পরিচালনা, ঈদের নতুন জামা উপহার প্রদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, রক্তদান ও স্বাস্থ্য সচেতনামূলক কর্মসূচি পরিচালনা, বিভিন্ন ক্রান্তি ও দুর্যোগকালীন সময়ে সমাজ সচেতনামূলক কর্মসূচি পরিচালনা এবং দেশের পরিবেশ ও প্রাণ প্রকৃতির সুরক্ষায় কাজ করে যাচ্ছে। সংগঠনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০২২ সাল থেকে বিভিন্ন সামাজিক ও সচেতনামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সংগঠনের কার্যক্রম:
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রধান কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে:
শিক্ষা উপকরণ বিতরণ: সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বই, খাতা, পেনসিল ইত্যাদি বিতরণ।
বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধ: সচেতনতামূলক কার্যক্রম ও সেমিনার আয়োজন।
পরিবেশ রক্ষা: প্রতি বছর গাছের চারা বিতরণ রোপণ ও পরিচর্যা।
সামাজিক সচেতনতা: মাদক, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতি বিরোধী সভা ও সেমিনার আয়োজন।
ঈদবস্ত্র বিতরণ: সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ ইত্যাদি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC