কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিতার্কিকদের সংগঠন 'কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি' সংক্ষেপে সিওইউডিএসের ১৯ সদস্য বিশিষ্ট পঞ্চম কার্যনির্বাহী কমিটি (২০২৩-২৪) গঠন করা হয়েছে। এতে প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসকে সভাপতি এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাউসার আহাম্মেদ বাঁধনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে ডিবেটিং সোসাইটির মডারেটর ড. মো. আবদুল্লাহ আল মাহমুদ ও সদ্য বিদায়ী সভাপতি আল নাঈম ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফাতেমা তুজ জোহুরা মীম (প্রশাসন), সাদিয়া আফরিন (বাংলা বিতর্ক) ও মো. সোহাগ আহমেদ (ইংরেজি বিতর্ক) এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. মুহসিন জামিল (প্রশাসন),মোহাম্মদ রোবেল (বাংলা বিতর্ক) ও অভিজিৎ রায় (ইংরেজি বিতর্ক)।
এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন শাকিল আহমেদ সবুজ, আন্তর্জাতিক সম্পাদক হিসেবে রয়েছেন আরাফাত হোসেন সামি, অনুষ্ঠান সম্পাদক হিসেবে রয়েছেন সাদিয়া আফরিন মোহনা, অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন মো. এনায়েত হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে পরাগ বড়ুয়া নিলয়, প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক হিসেবে রয়েছেন মোফাজ্জল হোসেন মুজাহিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে রয়েছেন মো. লাবিব রহমান এবং তানভীর হোসাইন, কাজী মিরাজ, মো. আব্দুর রহমান আস সাদী ও মো. আবিদুর রহমান কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন।
এ বিষয়ে নবনিযুক্ত সভাপতি জান্নাতুল ফেরদৌস বলেন, ডিবেটিং সোসাইটির মতো একটি সংগঠনে এই দায়িত্ব প্রাপ্তি আমার জন্য আনন্দের। সবাইকে সাথে নিয়ে ডিবেটিং সোসাইটির সার্বিক কল্যাণে কাজ করা, বিতার্কিকদের মান উন্নয়ন ও সাংগঠনিক উৎকর্ষতা সেটি বজায় রাখার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।
উল্লেখ্য, কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ২০১২ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে তাদের পথচলা শুরু করে এবং আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু হয় ২০১৪ সালের ২৮ জানুয়ারি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC