মে ২৯, ২০২৫

বৃহস্পতিবার ২৯ মে, ২০২৫

জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা মডার্ন হাই স্কুল

Comilla Modern High School in the final of the National School Cricket Tournament

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে কুমিল্লা মডার্ন হাই স্কুল এবং বগুড়া পুলিশ লাইনস স্কুল। সেমিফাইনালে নিজেদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে এই দুই দল।

ঢাকার বেহারা তেগুড়িয়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কুমিল্লা মডার্ন হাই স্কুল। এই জয়ের নায়ক ছিলেন আফনান ইন্তেহাদ। তার ব্যাট থেকে আসে ১২০ বলে অনবদ্য ১৪৪ রানের এক অসাধারণ ইনিংস। ১৯টি চার ও ৬টি ছক্কায় সাজানো আফনানের এই বিধ্বংসী ইনিংসে ভর করে কুমিল্লা ৮ উইকেটে ২৪৯ রানের বড় সংগ্রহ গড়ে।

জবাবে কুমিল্লার বোলারদের দাপটে ৩৮.৩ ওভারে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে যায় পিরোজপুর। কুমিল্লার হয়ে ২৫ রান খরচায় ৫ উইকেট নিয়ে পিরোজপুরের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন প্রান্ত দেবনাথ।

অন্যদিকে, পূর্বাচলের জাতীয় ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত অপর সেমিফাইনালে কালেক্টরেট কলেজিয়েট স্কুলকে ৩২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বগুড়া পুলিশ লাইনস স্কুল। প্রথমে ব্যাট করে আকাশ রয়ের ৮৩ রানের সুবাদে ৮ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে বগুড়া। জবাবে ৪০.১ ওভারে ১৬৩ রানে অলআউট হয়ে যায় কালেক্টরেট কলেজিয়েট স্কুল।

উল্লেখ্য, আগামী শুক্রবার (৩০ মে) ফাইনালে একে অপরের মুখোমুখি হবে এই দুই দল। স্কুল ক্রিকেটের এই মহাযুদ্ধে কে শেষ হাসি হাসে, সেটাই এখন দেখার অপেক্ষা।

আরও পড়ুন