তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী জোনের শিরোপা জিতেছে চট্টগ্রাম ও রাঙ্গামাটি। পুরুষ বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই শেষে স্বাগতিক কুমিল্লাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম। অন্যদিকে, নারী বিভাগে একপেশে ফাইনালে খাগড়াছড়িকে সহজেই পরাজিত করে শিরোপা ঘরে তুলেছে রাঙ্গামাটি।
কুমিল্লা জিমনেসিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পুরুষ বিভাগে চট্টগ্রাম ৩৪-৩০ পয়েন্টের ব্যবধানে কুমিল্লাকে হারায়। ফাইনালের আগে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে কুমিল্লা ৩২-১৬ পয়েন্টে রাঙ্গামাটিকে এবং দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম ৪৩-২১ পয়েন্টে নোয়াখালীকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। ফাইনাল ম্যাচে চট্টগ্রাম ও কুমিল্লার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও শেষ হাসি হাসে চট্টগ্রাম।
নারী বিভাগের খেলাগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়, যেখানে চারটি দল অংশগ্রহণ করে। লিগ শেষে সেরা দুই দল হিসেবে ফাইনালে ওঠে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি। ফাইনালে রাঙ্গামাটি তাদের দাপুটে খেলা অব্যাহত রেখে ৩১-১৩ পয়েন্টে খাগড়াছড়িকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে আয়োজিত হয় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন এবং কুমিল্লা জেলার ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC