জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, কুমিল্লা কর্তৃক তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের প্রথম দিনে ‘চেতনায় নজরুল’ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক জনাব খন্দকার মু. মুশফিকুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আ,ক,ম বাহাউদ্দিন বাহার, মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা-০৬। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মান্নান, বিপিএম(বার), পুলিশ সুপার, কুমিল্লা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তার অমর রচনা ও কর্মকাণ্ড আজও সমাজের জন্য প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন তারা।
এরপর জেলা প্রশাসক অতিথিদের নিয়ে স্টল পরিদর্শন করেন। তিন দিনব্যাপী এই আয়োজনে আরও নানা রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।