ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৯ এপ্রিল) কুমিল্লা টাউন হলের সামনে আয়োজিত এ সমাবেশে বক্তারা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি জানান এবং ইসরায়েলের নৃশংস হামলার নিন্দা জানান।
সমাবেশে সংহতি বক্তব্য দেন কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক দীপ্ত দেবনাথ (অপূর্ব)।
তিনি বক্তব্যে বলেন, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিনের জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না। ৭৫বছরেরও বেশি সময় ফিলিস্তিনের জনগণের উপর দমন-পীড়ন চলছে, আজকে নিজ দেশে পরবাসী হয়ে পড়ছে। ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে এখন অবধি ৪৫ হাজারেরও বেশি সংখ্যক নারী-শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এরমধ্যে ১৫ হাজারেরও বেশি শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
তিনি আরো বলেন এই হত্যাকাণ্ডকে ধর্মের ভিত্তিতে ব্যাখ্যা করলে হবে নাহ, এটা হচ্ছে পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদের আগ্রাসন। ধর্ম দিয়ে ব্যাখ্যা করলে সৌদি আরব সহ আরবদেশগুলোর এই নীরব ভূমিকা এবং সাম্রাজ্যবাদের সহযোগী হিসেবে ভূমিকা পালন করতো না। ফিলিস্তিনের প্রতি এই অমানবিক আচরণ যুদ্ধবিরতি আইন ভঙ্গ করে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে গোটা বিশ্বেই বামপন্থীরা লড়াই-সংগ্রাম করছে। বামপন্থীরাই মানুষের কথা ভাবে, শোষিত-নিপীড়িত মানুষের পাশে থাকে। জাতিসংঘ এখনো ইসরায়েলকে বহিষ্কার করছে না। আমরা বলতে বাধ্য হচ্ছি জাতিসংঘ কে যে "জাতিসংঘ একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে" বাংলাদেশের সাধারণ জনগণ সবসময় ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।
বাংলাদেশে যদি গণতান্ত্রিক রুপান্তর সত্যিই চাই তাহলে ভারতীয় আধিপত্যবাদ এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একসাথে লড়াই চালিয়ে যেতে হবে। মুক্তিকামী জনগণ সবাইকে সেই সংগ্রামে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।
সিপিবি জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এড. অশোক দেব জয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড পরেশ কর, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজউদ্দিন আহাম্মদ, কমরেড বিকাশ দেব, কমরেড সুধাংশু নন্দী, কমরেড মনিষা চক্রবর্তী প্রমুখ।
উপস্থিত ছিলেন সিপিবি, ছাত্র ইউনিয়ন এবং বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC