এপ্রিল ৪, ২০২৫

শুক্রবার ৪ এপ্রিল, ২০২৫

জরিমানা গুনতে হতে পারে ববির ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের

Rising Cumilla - University of Barishal
ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইতিহাস বিভাগে যথাসময়ে মিডটার্ম পরীক্ষায় অংশগ্রহণ না করলে জরিমানা দিয়ে পরবর্তীতে পরীক্ষায় বসতে হবে শিক্ষার্থীদের। প্রথম সপ্তাহের মধ্য এক হাজার এবং পরবর্তীতে দুই হাজার টাকা জরিমানা ধার্য করেছে বিভাগটি। 

 মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইতিহাস বিভাগের  চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানা যায়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বিভাগীয় একাডেমিক কমিটির ৪২তম সভার ০৮নং আলোচ্যসূচির সিদ্ধান্ত মোতাবেক ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের যারা মিডটার্ম পরীক্ষায় অনুপস্থিত থাকবে তাদের মিডটার্ম সাপ্লিেেমন্টারী পরীক্ষা দেওয়ার জন্য যথাযথ কারণ ও তথ্য প্রমাণাদি দেখিয়ে পরীক্ষা শেষ হওয়ার তারিখ থেকে ১ম সপ্তাহের মধ্যে এক হাজার টাকা এবং পরবর্তী সপ্তাহের থেকে দুই হাজার টাকা হারে জরিমানা প্রদানপূর্বক আবেদন করতে হবে।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান ড. আবদুল বাতেন চৌধুরী বলেন, “বিভাগের শিক্ষার্থীদের সার্বিক মঙ্গলের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা অনেক সময় ইচ্ছাকৃতভাবে নানা অজুহাতে মিডটার্ম পরীক্ষায় অংশনেন না। এতে বাকি শিক্ষার্থীরা পিছিয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগেও এমন নিয়ম চালু রয়েছে।”