ছয় বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় দম্পতিটি। জন্মদিন উদযাপনের জন্য সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই যেতে চেয়েছিল স্ত্রী। তবে, দুবাই ঘুরতে না নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ ছিলেন স্ত্রী। এর জেরে স্বামীকে ঘুষি মেরে হত্যা করেছেন তিনি।
গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) ভারতের পুনেতে রাতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী ওই ব্যক্তির নাম নিখিল খান্না। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। ছয় বছর আগে বিয়ে করেন অভিযুক্ত রেনুকে (৩৮)। এই দম্পতি পুনের অভিজাক এলাকা ওয়ানাবদিতে থাকতেন।
ওয়ানাভদি পুলিশ স্টেশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার তথ্যমতে, হত্যার ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, দম্পতিটির মধ্যে ঝগড়ার একপর্যায়ে স্বামী নিখিলকে হত্যা করেছে স্ত্রী।
ঝগড়ার কারণ জানিয়ে ওই কর্মকর্তা বলেন, জন্মদিন ও বিবাহ বার্ষিকী উপলক্ষে দুবাই যেতে চেয়েছিল রেনুকা। মূল্যবান উপহারও চেয়েছিলেন ওই স্ত্রী। তবে, এতে সায় দেননি নিখিল। বরং, জন্মদিন উদযাপন করতে স্বজনদের কাছে যেতে চান তিনি। আর ওই স্বজনেরা দিল্লিতে রয়েছেন। এ নিয়ে ক্ষুব্ধ হন রেনুকা।
পুলিশ জানিয়েছে, হাতাহাতির সময় রেনুকা নিখিলের মুখে ঘুষি মারেন। এতে নিখিলের নাক ও কিছু দাঁত ভেঙে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হলে নিখিলের মৃত্যু হয়।
এ ঘটনায় রেনুকার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC