জনসমর্থন তলানিতে, মাত্র ২ শতাংশ! তবুও নিজের মাসিক বেতন দ্বিগুণ করে সমালোচনার মুখে পড়েছেন পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। একটি ডিক্রি জারির মাধ্যমে তিনি এখন থেকে প্রতি মাসে ৩৫,৫০০ সোল (প্রায় ১০ হাজার মার্কিন ডলার) বেতন পাবেন, যা দেশটির ন্যূনতম মাসিক মজুরির (১,০২৫ সোল বা ২৮৮ ডলার) ৩৫ গুণেরও বেশি।
প্রেসিডেন্টের এই আকস্মিক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। পেরুর অর্থনীতিমন্ত্রী অবশ্য দাবি করেছেন, এই অঞ্চলের অন্যান্য রাষ্ট্রপ্রধানদের বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রেসিডেন্টের বেতন বাড়ানো হয়েছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই সিদ্ধান্ত ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে, বিশেষত যেখানে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনযাত্রার মান নিম্নগামী।
দিনা বলুয়ার্তে সরাসরি নির্বাচিত প্রেসিডেন্ট নন। ২০২২ সালের ডিসেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হলে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তার এই স্বল্প মেয়াদের শাসনামলে একাধিক বিতর্ক তাকে ঘিরে ধরেছে। এর মধ্যে রয়েছে দামী উপহার গোপন রাখা এবং নাকের অস্ত্রোপচারের জন্য বিদেশে গিয়ে দেশে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিযুক্ত না করা।
এছাড়াও, দেশে ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগেও তার জনপ্রিয়তা কমছে বলে দাবি করা হচ্ছে। যদিও প্রেসিডেন্ট এই অভিযোগ অস্বীকার করেছেন।
সূত্র : বিবিসি
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC