মে ২৪, ২০২৫

শনিবার ২৪ মে, ২০২৫

ছবিতে থাকা ব্যক্তি তারেক রহমান নন, ভাইরাল পোস্টটি মিথ্যা: ফ্যাক্টওয়াচ

ছবিতে থাকা ব্যক্তি তারেক রহমান নন, ভাইরাল পোস্টটি মিথ্যা: ফ্যাক্টওয়াচ
ছবিতে থাকা ব্যক্তি তারেক রহমান নন, ভাইরাল পোস্টটি মিথ্যা: ফ্যাক্টওয়াচ/ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি মেঝেতে পড়ে আছেন এবং পুলিশি পোশাক পরা তিনজন ব্যক্তি তাকে জোর করে বোতলে করে কিছু খাইয়ে দিচ্ছেন। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে, মেঝেতে পড়ে থাকা ব্যক্তিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

প্রমাণস্বরূপ যে ছবিটি ফেসবুকে ছড়ানো হচ্ছে, তা নতুন নয়। অনুসন্ধানে দেখা যায়, ছবিটি অন্তত ২০০২ সাল থেকে অনলাইনে রয়েছে এবং এর উৎস বাংলাদেশ নয়, বরং চীন।

পুরনো ছবি, ভিন্ন প্রেক্ষাপট

রিভার্স ইমেজ সার্চে জানা যায়, ছবিটি ফালুনদাফা (FALUNDAFA) নামের একটি ওয়েবসাইটে ২০০৩ সালের ২২ মার্চ প্রকাশিত হয়েছিল। সেখানে চীনে ধর্মীয় সংখ্যালঘুদের উপর পুলিশের নির্যাতনের একটি সিরিজ ছবি প্রকাশ করা হয়।

ভাইরাল ছবিটির সঙ্গে মিলে যাওয়া ছবি দুটি ওই প্রতিবেদনের ৬ ও ৭ নম্বর ছবির মধ্যে অন্তর্ভুক্ত। প্রতিবেদনে বলা হয়েছে, ছবির নির্যাতিত ব্যক্তির নাম কাই জিয়াংডন (Cai Xiangdong)। তিনি “ফ্যামিলি চার্চ” নামক একটি খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠীর অনুসারী ছিলেন এবং ঘটনাটি ঘটেছে চীনের হেনান প্রদেশের কংঝুয়াং পুলিশ স্টেশনে, ২০০২ সালের ১১ আগস্ট রাত ১১টায়।

ঘটনাটির উৎস হিসেবে নিউইয়র্কভিত্তিক “চীনে ধর্মীয় নির্যাতন তদন্ত কমিটি”-র (Committee to Investigate Persecution of Religions in China) চেয়ারম্যান লি শিক্সিয়ং (Li Shixiong)–এর নাম উঠে আসে।

ছবি প্রকাশের সময় ও স্থান নিশ্চিত

পুনরায় অনুসন্ধানে ছবিটির আরেকটি সংস্করণ ফটোগ্রাফি প্ল্যাটফর্ম Flickr-এ পাওয়া যায়, যেখানে ছবিটি তোলা হয়েছে ২০০২ সালের ২৩ সেপ্টেম্বর। পুলিশের পোশাক ও অবস্থানের মিল দেখে নিশ্চিত হওয়া যায়, এটি ভাইরাল ছবিটিরই একটি সূত্র।

তারেক রহমানের সঙ্গে কোনো সম্পর্ক নেই

২০০২ সালে বাংলাদেশে ক্ষমতায় ছিল বিএনপি এবং তারেক রহমান সে সময় গ্রেফতার হননি—এমন কোনো তথ্য কোথাও নেই। কাজেই তাকে সে সময় বা তার আগে এভাবে নির্যাতনের শিকার হওয়ার প্রশ্নই ওঠে না।

এছাড়াও, ভাইরাল ছবিটি ২০১৫ সালেও একটি ভিন্ন দাবির সঙ্গে প্রচারিত হয়েছিল। তখন বলা হয়েছিল, চীনা পুলিশ রোজার সময় এক মুসলিমকে জোর করে পানি খাওয়াচ্ছে। এই প্রেক্ষাপট থেকেই বোঝা যায়, ছবিটি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ভুয়া তথ্য ছড়াতে ব্যবহৃত হয়েছে।

সব মিলিয়ে, স্পষ্টভাবে বলা যায়, ভাইরাল হওয়া ছবিটি বাংলাদেশি নয়, এবং এতে থাকা ব্যক্তি বিএনপি নেতা তারেক রহমান নন। এটি ২০০২ সালের চীনে তোলা একটি ছবি, যেখানে পুলিশ এক ধর্মীয় সংখ্যালঘু নাগরিককে নির্যাতন করছে।

ফ্যাক্টওয়াচ এই দাবিকে ‘মিথ্যা’ হিসেবে চিহ্নিত করেছে।

আরও পড়ুন