বৃহস্পতিবার ২৩ মে সকালে চৌদ্দগ্রাম থানা পুলিশ মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ সোলাইমান (৩৭) কে গ্রেফতার করেছে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪র্থ আদালত, কুমিল্লা মোঃ সোলাইমানকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ (১) এর ৩(ক)/২৫ ধারায় যাবজ্জীবন সাজা দিয়েছিলেন।
কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান, বিপিএম (বার) এর নির্দেশে চৌদ্দগ্রাম থানার এএসআই মোঃ কামরুজ্জামান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ সোলাইমানের অবস্থান জানার জন্য তথ্য সংগ্রহ শুরু করেন।
বিশ্বস্ত সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই করে এএসআই মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের গোলাইকরা সীমান্তবর্তী এলাকায় আসামীর অবস্থান নিশ্চিত করেন।
বৃহস্পতিবার সকাল ১১.২০ টায় একটি অভিযান চালিয়ে মোঃ সোলাইমানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC