কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ২২ এপ্রিল ২০২৫ তারিখ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এই অভিযানের অংশ হিসেবে মিয়া বাজার এলাকার চারটি প্রতিষ্ঠান—গ্রামীণ রেস্তোরাঁ এন্ড সুইটস, ঈশিতা সুইটস এন্ড কনফেকশনারি, আফতাব সুইটস এন্ড কনফেকশনারি এবং হীরা সুইটস এন্ড কনফেকশনারিতে অভিযান চালানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা, যাকে সহায়তা করে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স, পণ্যের ওজন ও পরিমাপের যথার্থতা, মূল্য তালিকা এবং পণ্য মোড়কের তথ্যাদি যাচাই করা হয়।
এতে দেখা যায়, গ্রামীণ রেস্তোরাঁ এন্ড সুইটস, ঈশিতা সুইটস এন্ড কনফেকশনারি ও হীরা সুইটস এন্ড কনফেকশনারি কোনো ধরনের বিএসটিআই অনুমোদন ছাড়াই মিষ্টি ও দইজাতীয় খাদ্যদ্রব্য তৈরি ও বাজারজাত করছে।
আফতাব সুইটস এন্ড কনফেকশনারির টোস্ট ও ব্রেড উৎপাদনে বিএসটিআই লাইসেন্স থাকলেও মিষ্টিজাত পণ্যের জন্য তা নেই।
এছাড়া কোনো দোকানেরই ওজন ও পরিমাপক যন্ত্রের সঠিকতা যাচাইয়ের জন্য বিএসটিআই ক্যালিব্রেশন সার্টিফিকেট পাওয়া যায়নি এবং প্রস্তুতকৃত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না।
এ ধরনের গুরুতর অনিয়মের কারণে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী চারটি প্রতিষ্ঠানকে মোট ২৮,০০০/- টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC