আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা (২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত যাদের বয়স ১৮ হবে) প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দীনসহ ইসির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার দুপুরে সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
সভায় নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের লক্ষে আগামী মার্চ থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
বৈঠকে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC