চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে কুমিল্লা নগরী। চলছে সরকারি-বেসরকারি অফিস। আজ থেকে খুলেছে প্রাথমিক বিদ্যালয়ও। কর্মস্থলে ফিরেছেন পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরাও। বিভিন্ন থানার পাশাপাশি সড়কেও তারা যান চলাচল নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করেছেন।
সরেজমিনে নগরীর প্রধান সড়ক গুলো ঘুরে দেখা যায়, অলিগলিতে যানজট না থাকলেও, প্রধান সড়কগুলোতে রয়েছে গাড়ির চাপ। বেড়েছে মানুষের চলাচল। যানজটের দেখা মিলছে গুরুত্বপূর্ণ সড়ক ও সিগনালে।
এদিকে রাস্তায় রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও। কোনো কোনো এলাকায় এখনো ছাত্র-ছাত্রীদের সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। তবে শিগগিরই পুরো নিয়ন্ত্রণ বুঝে নেয়ার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
অন্যদিকে, পুলিশ সদস্যরা তাদের নিজ নিজ দায়িত্বে ফেরায় স্বস্তিবোধ করছেন, নগরবাসীও। তাদের দাবি এবার শিক্ষাঙ্গণে ফেরা উচিৎ শিক্ষার্থীদের। কারণ- সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য শিক্ষার বিকল্প নেই।
এরআগে রোববার, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন আন্দোলনকারী পুলিশ সদস্যরা। এ সময় বাহিনীতে সংস্কারের আশ্বাস দেয়ায় কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC