কুমিল্লা মহানগরীর ২২ নং ওয়ার্ডের পদুয়ার বাজার হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এই সেবামূলক কার্যক্রমে চার হাজারেরও বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেছেন এবং তাদের প্রয়োজন অনুযায়ী ওষুধও সরবরাহ করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ৩টায় মানবিক কুমিল্লার উদ্যোগে শুরু হওয়া এই ক্যাম্পটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এই কার্যক্রমের উদ্বোধন করেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।
ক্যাম্প চলাকালে বিকাল সাড়ে ৫টায় এটি পরিদর্শন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন।
তার সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
চিকিৎসা সেবা কার্যক্রমে নেতৃত্ব দেন ড্যাব কুমিল্লার সভাপতি ডা. মিনহাজ তারেক। তার সাথে ছিলেন ডা. মোস্তাফিজ জিতু, ডা. নাজমা এবং ডা. জনি।
এছাড়াও এই কার্যক্রমে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব চৌধুরী, বিএনপি নেতা শাহ আলম মজুমদার, আনোয়ার উল্লা কমিশনার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক লিটন ভূঁইয়া, মহানগর যুবদলের সভাপতি ফয়সল উর রহমান পাভেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, যুগ্ম আহ্বায়ক মোবারক, মনির ভূঁইয়া, সদস্য মোতালেব হোসেন, ২২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ও মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC