বাঙালি মানেই এক কাপ চা হাতে দিনের শুরু। চা ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা খুব কমই আছে। তবে শুধু এলাচের চা কখনও খেয়েছেন কী? এই চা শরীরের জন্য ভীষণই উপকারী। তাহলে জেনে নিন এলাচের চায়ের গুণাগুণ।
১) মানসিক চাপ কমাতেও সাহায্য করে এলাচ। এলাচের সুন্দর গন্ধ শরীরকে ক্লান্তি থেকে মুক্তি দেয় ও অ্যাংজাইটি ও মানসিক চাপ থেকে মুক্তি দেয়।
২) এই চা হার্টেরও খেয়াল রাখে। শুধু তাই-ই নয়, এলাচে পটাশিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে।
৩) এই চা সর্দি কাশির সমস্যা মেটাতেও ভীষণভাবে সাহায্য করে। এছাড়া শ্বাসপ্রশ্বাসের সমস্যা মেটাতেও সাহায্য করে এই চা।
৪) এলাচে রয়েছে প্রদাহরোধী উপাদান, যা শরীরকে যেকোনও ধরনের ব্যথাবেদনার হাত থেকে শরীরকে রক্ষা করে। এমনকি পিরিয়ডের সময় ক্র্যাম্পের সমস্যা থেকেও মুক্তি দেয়।
৫) এলাচে রয়েছে ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শরীরকে ফ্রি-রেডিক্যালস প্রতিরোধ করে ক্রনিক রোগের হাত থেকে রক্ষা করে।
৬) এলাচের চা হজমে সাহায্য করে। খাওয়ার পরে এলাচের চা খেলে খাবার দ্রুত হজম হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC