কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ এর গভর্নিং বডি অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে কলেজটির প্রতিষ্ঠাতা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ এর ছেলে সুলতান মঈন আহমেদ কে সভাপতি এবং মেয়ে রেজোয়ানা আহমেদকে বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) ওই কলেজের সভাপতি, বিদোৎসাহী সদস্য অনুমোদন দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আবদুল হাই সিদ্দিক সরকার।
জানা যায়, সুলতান মঈন আহমেদ রবিন বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় "ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি" এর প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
এর আগে তিনি চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ পরিচালনা পর্ষদ এডহক কমিটির সভাপতি ছিলেন। বিদোৎসাহী সদস্য রেজোয়ানা আহমেদ দেশের বাহির থেকে পড়াশোনা শেষ করেছেন। বর্তমানে তিনি ‘দি ক্রাপ্ট ভিলেজ’ এর স্বত্বাধিকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া জানান, সোমবার বিকেলে চিঠি পেয়েছি। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হয়েছে সুলতান মঈন আহমেদ রবিন। দাতা সদস্য হিসেবে উনার মা মিসেস মমতাজ আহমেদ ও বিদোৎসাহী সদস্য হিসেবে আছেন রেজোয়ানা আহমেদ। এছাড়াও প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আছেন ড. রেদোয়ান আহমেদ।
সুলতান মঈন আহমেদ রবিন মুঠোফোনে বলেন, কলেজের রেজাল্ট বরাবরই ভালো। এই ধারা অব্যাহত রাখতে কাজ করে যাব।পাশাপাশি কলেজের অবকাঠামোগত উন্নয়নে কাজ অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC