কুমিল্লার চান্দিনা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৭ জুলাই) বিকেলে চান্দিনা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে নির্বাচিত কমিটির প্রথম সভায় ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভার প্রথম অধিবেশনে আহবায়ক কমিটির সভাপতি ওসমান গণির সভাপতিত্বে এবং সদস্য সচিব আকিবুল ইসলাম হারেছ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে চান্দিনার প্রয়াত সাংবাদিকদের স্¥রণে এক মিনিট নিরবতা পালন করা হয়। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে আহবায়ক কমিটি।
চান্দিনা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি রণবীর ঘোষ কিংকর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুমুর রহমান মাসুদ এর সঞ্চালনায় দ্বিতীয় অধিবেশনে আলোচনা সভার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এতে আমাদের সময় ডট কম প্রতিনিধি কাজী আব্দুর রাজ্জাক রাশেদকে উপদেষ্টা মনোনীত করা হয়। এছাড়া কালের কণ্ঠ প্রতিনিধি ও কুমিল্লার কাগজের বিশেষ প্রতিবেদক রণবীর ঘোষ কিংকর কে সভাপতি, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মামুনুর রশিদ সরকার, ঢাকা পোস্ট ৭১ এর প্রতিনিধি ওসমান গণি ও রাইজিং কুমিল্লা এবং দৈনিক মানবজমিন ও ডাক প্রতিদিন প্রতিনিধি রকিব উদ্দিন ভূইয়া তুহিন কে সহ-সভাপতি, দৈনিক সংবাদ ও দৈনিক আমাদের কুমিল্লা প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদ কে সাধারণ সম্পাদক, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো. জাকির হোসেন কে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর ও বাংলার আলোড়ন প্রতিনিধি মো. আবদুল বাতেন কে সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকের কুমিল্লা প্রতিনিধি মো. শরীফুল ইসলামকে অর্থ সম্পাদক, দৈনিক কালবেলা ও ভোরের কলাম প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছকে দপ্তর সম্পাদক, দৈনিক ডেসটিনি প্রতিনিধি তাহমিদুর রহমান দিদার, দৈনিক মুক্তখবর ও রূপসী বাংলা প্রতিনিধি সোহেল রানা, দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি মোহাম্মদ আলী সুমন, দৈনিক মহাসময় প্রতিনিধি একেএম মঈনুল হক ও দৈনিক সময়ের আলো প্রতিনিধি মো. আবু সাঈদ কে সদস্য করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চ্যানেল এস প্রতিনিধি আলিফ মাহমুদ কাউসার, স্বরূপবৃন্দাবন দাস সমীর প্রমুখ।
এর আগে গত ৫ জুলাই দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণের মধ্য দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC