সারা দেশের ন্যায় কুমিল্লার চান্দিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করা হয়। প্রতি বছরের মতো এবারও সরকারি-বেসরকারি নানা উদ্যোগে আয়োজিত হয়েছে বাংলা বর্ষবরণ। উপজেলা চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
ঐ আনন্দ শোভাযাত্রায় তরুণ-তরুণীরা হাতে ড্রাগন, মোরগ, মুখোশ, প্লেকার্ডসহ বাঙালির বিভিন্ন ঐতিহাসিকে ধারণ করে উল্লাসে মেতে উঠে। পহেলা বৈশাখে চান্দিনা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৭ টায় বৈশাখী মেলা উদ্বোধনের পর ৮ ঘটিকায় বৈশাখী শোভাযাত্রা করেন। তারপর ৯ টায় চান্দিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, সহকারী কমিশনার ভূমি ফয়সাল আল নূর,চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম, শিক্ষা অফিসার ইকবাল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ আলম খান, কৃষি কর্মকর্তা মোঃ মোর্শেদ আলম ও চান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে পহেলা বৈশাখ উপলক্ষে চান্দিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে পান্তা-ইলিশ, মিষ্টি, দধি, আইসক্রিম দিয়ে অতিথি আপ্যায়ন করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC