কুমিল্লার চান্দিনা উপজেলার বদরপুর বাজার ও পাশের বদরপুর মাদ্রাসার পাশে গড়ে উঠেছে বড় আকারের ময়লার ভাগার। প্রতিদিন স্থানীয় দোকানপাট, সারা বাজারের আবর্জনা এখানে ফেলা হচ্ছে। এতে বাজারে কেনাকাটা করতে আসা মানুষ যেমন ভোগান্তিতে পড়ছে, তেমনি মাদ্রাসায় পড়তে আসা শিক্ষার্থীদের জন্যও তৈরি হয়েছে স্বাস্থ্যঝুঁকি।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের পাশে ময়লার ভাগার থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। বর্জ্য ফেলার কারণে বাজারের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। পাশাপাশি বর্ষার দিনে ময়লা পানিতে মিশে আশেপাশের রাস্তা কাদায় ভরে যায়। এতে সাধারণ মানুষের চলাচল চরমভাবে ব্যাহত হয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী। দুর্গন্ধ ও দূষণে তাদের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় ব্যবসায়ী ফরিদ জানান, বাজারের পরিবেশ দিন দিন খারাপ হচ্ছে। দুর্গন্ধের কারণে অনেক সময় ক্রেতারা বাজারে আসতে চান না। এতে ব্যবসারও ক্ষতি হচ্ছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
চান্দিনা উপজেলা বা বাজার কমিটির থেকে সঠিকভাবে ময়লা অপসারণ না করায় এ সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে। সচেতন মহল বলছে, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে কোনোভাবেই ময়লার ভাগার রাখা যায় না। দ্রুত বর্জ্য ব্যবস্থাপনার টেকসই উদ্যোগ না নিলে স্থানীয়দের ভোগান্তি আরও বাড়বে।
এলাকাবাসী দ্রুত ময়লার ভাগার সরিয়ে বাজার ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জানান, বাজার কমিটির সাথে আলোচনা করে ময়লা সরানোর ব্যবস্থা করা হবে খুব দ্রুত।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC