মালয়েশিয়া প্রবাসী চান্দিনার ইকবাল হোসেন ইসহাক কুমিল্লা জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী যোদ্ধা হিসেবে নির্বাচিত হয়েছেন । তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কেশেরা গ্রামের বাসিন্দা। অগ্রণী ব্যাংক পিএলসি চান্দিনা শাখার মাধ্যমে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে কুমিল্লা জেলার দ্বিতীয় রেমিট্যান্স যোদ্ধা হয়েছেন তিনি।
আজ শনিবার (২ আগস্ট) সকালে রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫ উপলক্ষে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং প্রবাসী কল্যাণ সেন্টার কুমিল্লা’র উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রেমিট্যান্স যোদ্ধা ইকবাল হোসেন কে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।
ইকবাল হোসেন ইসহাক বলেন- দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে ব্যবসা করছি। আমার ছয়টি কোম্পানিতে সাড়ে চার হাজার শ্রমিক রয়েছে। আমি নিজে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাই। শ্রমিকদের বলি হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে। এতে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।
তিনি আরও বলেন- আমি অগ্রণী ব্যাংক চান্দিনা শাখার মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে জেলার দ্বিতীয় সেরা রেমিট্যান্স যোদ্ধা হয়েছি। এ গৌরব আমাকে ও চান্দিনাবাসীকে সম্মানিত করেছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম, সহকারী কমিশনার আবিদা আল আকসার আশা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা প্রবাসী কল্যাণ ব্যাংকের এজিএম তৌফিকুল আলম, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আলী হোসেন, জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কামরুজ্জামান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে জরিপ অফিসার তাজুল ইসলাম প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC