কুমিল্লার চান্দিনায় সাবেক ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন দুলাল প্রকাশে খাদেম দুলাল (৫৫)কে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।
শুক্রবার (৯ মে) সন্ধ্যায় চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকা থেকে তাকে আটক করে। পরে ৫ আগস্টের ঘটনার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার (১০ মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নাছির উদ্দিন দুলাল চান্দিনা উপজেলা সদরের মহারং গ্রামের মুক্তিযোদ্ধা সংগঠক মৃত কালু মিয়ার ছেলে। ১৯৯৩ সালের চান্দিনা উপজেলা ছাত্রলীগ সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়- ১৯৯৬ সালের পর থেকে রাজনৈতিক কোন পদ পদবী ছিল না তার। দীর্ঘ প্রায় ১০ বছর রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে মহারং সাব-রেজিস্ট্রি জামে মসজিদের খাদেম হিসেবে নিয়োজিত ছিলেন। বর্তমানে ওই মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) ইমাম হোসেন জানান- ৫ আগস্ট মাধাইয়া বাস স্টেশনের একটি ঘটনায় চান্দিনার বরকইট গ্রামের সফিকুর রহমান নামে এক ব্যক্তির বাদী হয়ে গত ৬ মার্চ চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান- তাকে অজ্ঞাতনামা আসামীর তালিকায় সন্দেহভাজন ভাবে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC