এপ্রিল ৬, ২০২৫

রবিবার ৬ এপ্রিল, ২০২৫

চান্দিনায় রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

চান্দিনায় রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত
চান্দিনায় রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত/ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় নির্ধারিত সময় শেষে বরকরই ফুটবল একাদশ কে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে চান্দিনা প্রভাতী একাদশ। সর্বোচ্চ ৩ গোল করে ম্যাচসেরা হয়েছেন প্রভাতী একাদশের নাইজেরিয়ান খেলোয়াড় মো. আবদুল্লাহ।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ খেলার মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়।

এর আগে সেমিফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।

প্রধান অতিথির বক্তৃতা করেন- বাংলাদেশ- উরুগুয়ের কনস্যুল জেনারেল ও রুপালি ইন্স্যুরেন্স কো. লিমিটেড এর চেয়ারম্যান মোস্তফা কামরুস সোবহান।

রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি রেজোয়ানা আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি সুলতান মঈন আহমেদ রবিন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রেদোয়ান আহমেদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক মমতাজ আহমেদ, কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ভুঁইয়া, টুর্নামেন্ট আয়োজক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন, সদস্য অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, জামশেদ আহমেদ জাকি, হারুনুর রশিদ সরকার, সাজ্জাত হোসেন প্রমুখ।