কুমিল্লার চান্দিনায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে এক নারীসহ ৫জনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২১ মে) দুপুরে চান্দিনার রুপনগর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন জনকে ২বছর ও দুই জনকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও ভ্রাম্যমাণ আদালত রুপনগর এলাকায় যৌথ অভিযান চালায়।
এ সময় রুপনগর এলাকার মৃত আব্দুল খালেকের দুই ছেলে মো. সাগর (২৫) ও মো. আলমগীর ((২৮), মেয়ে শিউলি আক্তার (৩০) এবং হাবিবুর রহমানের ছেলে মো. আকবর হোসেন সরকার (৪২), মো. আব্দুল বারেকের ছেলে মো. ইয়াছিন (২০) নামে ৫ ব্যক্তিকে মাদক বিক্রি ও সেবনরত অবস্থায় আটক এবং তাদের কাছে থাকা মাদকদ্রব্য জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক ৫জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC