এপ্রিল ১৮, ২০২৫

শুক্রবার ১৮ এপ্রিল, ২০২৫

চান্দিনায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চান্দিনায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
চান্দিনায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত/ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি পরেশ কর।

সম্মেলনে কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপ্ত দেবনাথ সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। তিনি বলেন, “১৯৮১ সালের ১৮ মার্চ থেকে এদেশের খেটে খাওয়া মানুষ, গ্রামীণ মজুর ও ক্ষেতমজুরদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করছে ক্ষেতমজুর সমিতি। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে এবং পরে এদেশের মানুষ মূলত কৃষির ওপর নির্ভরশীল ছিল। কিন্তু এই কৃষি জমিতে যারা হাড়ভাঙ্গা পরিশ্রম করে ধান, গম, ভুট্টা, পাটসহ প্রয়োজনীয় ফসল উৎপাদন করে, তারাই সামাজিক ও আর্থিকভাবে সবচেয়ে নিম্ন স্তরের এবং তাদেরকেই এই প্রভাবশালী সমাজের বিত্তবান মানুষেরা মানুষ হিসেবে গণ্য করে না। খেটে খাওয়া এসব মানুষের পক্ষে কথা বলার মতো স্থানীয় এবং জাতীয়ভাবে তেমন কোনো সংগঠন ছিল না।

তিনি আরও বলেন, এই ক্ষেতমজুর সমিতি ১৯৮১ সাল থেকেই খেটে খাওয়া মানুষের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকে এই খেটে খাওয়া মানুষের সংগঠন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির চান্দিনা উপজেলা শাখার সম্মেলন; এই সম্মেলনের সফলতা কামনা করছি। খেটে খাওয়া মানুষের সংগ্রাম, শোষিত-বঞ্চিত মানুষের সংগ্রাম চলবে, তাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিপিবি কুমিল্লা জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অশোক দেব জয়, কৃষক নেতা সুধাংশু নন্দী, বিকাশ দেব, ক্ষেতমজুর নেতা মীর খলিলুর রহমান বাঙালি, আ. সালাম, ছাত্র ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক দীপ্ত দেবনাথ প্রমুখ।

সম্মেলনে সুফিয়া বেগমকে সভাপতি ও রিটন চন্দ্র দে’কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।