অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানে কুমিল্লার চান্দিনায় উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। দিবসটি উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত, র্যালি, আলোচনা সভা শেষে সেরা মৎস্য চাষীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করে।
উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছে পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় ইউএনও আশরাফুল হক।
তিনি বলেন- আমাদের প্রতিপাদ্যের মধ্যে যে অভয়াশ্রম এর কথা বলা হয়েছে, তা হচ্ছে আমাদের প্রাকৃতিকভাবে গড়ে উঠা জলাশয়গুলোতে মাছ চাষ করা। মাছ চাষের জন্য নিরাপদ রাখা এবং সে বিষয়ে আমাদের সচেতন থাকা প্রয়োজন। বর্তমানে আমাদের দেশের বিভিন্ন জলাশয় থেকে ছোট-বড় বিভিন্ন প্রজাতির দেশিয় মাছ শিকারে ব্যাপক হারে ব্যবহৃত হয়ে আসছে নতুন ফাঁদ। এতে বিভিন্ন প্রজাতির দেশি মাছের বিলুপ্তির শঙ্কা দেখা দিয়েছে। নদী-খাল-বিলে অবৈধ জাল ব্যবহার করে ব্যাপক হারে ছোট দেশি মাছ শিকার করছে অনেক মৎস্য শিকারিরা।
তিনি আরও বলেন দেশীয় প্রজাতির মাছ আমাদের সংস্কৃতির অংশ। অনৈতিক পদ্ধতিতে যারাই মাছ নিধনের চেষ্টা করবে বা শিকার করবে এবং যারা দেশীয় মাছ নিধনে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় শুধু প্রশাসন নয়, সবাইকে এগিয়ে আসতে হবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফরহাদ আলম খাঁন, চান্দিনা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি মো. আবদুল আহাদ, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি, চান্দিনা উপজেলা মৎস্যজীবী দল আহবায়ক ফজলুল সাত্তার, চান্দিনা উপজেলা এনসিপি সভাপতি আবুল কাশেম অভি। স্বাগত বক্তৃতা করেন মো. শাহিন ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাঈমা হক তন্নী, চান্দিনা মৎস্য খামার ব্যবস্থাপক আশরাফ উদ্দিন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী ও মৎস্যজীবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC