অবিলম্বে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান, উচ্চ কক্ষে পিআর পদ্ধতি নির্বাচন ও প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চান্দিনা উপজেলা খেলাফত মজলিস।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পালকি সিনেমা হল সংলগ্ন ইন্দ্রারচর জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চান্দিনা উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
পরে সমাবেশে উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাও. মাহমুদুল হাসান মোহাম্মদীর সভাপতিত্বে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিস সভাপতি মাও. এমদাদুল্লাহ খাঁন, সহ-সাধারণ সম্পাদক মাও. ডা. আব্দুল ওহ্্হাব শিবলী, সহ-সভাপতি হাফেজ এমদাদুল্লাহ শামছি, পৌরসভা সভাপতি মাও. আব্দুল মান্নান প্রমুখ।
নেতারা বলেন- খেলাফত মজলিসের ঘোষিত ৬ দফা দাবি শুধু একটি দলের দাবি নয়, এদেশের সাধারণ মানুষের ন্যায় সংঘত অধিকার ও আকাঙ্খার প্রতিফলন। জনগণের ভোটাধিকার ন্যায় বিচার, সুষ্ঠু নির্বাচন এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই ৬ দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিয়ে একটি ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা আমাদের ঈমানী দায়িত্ব। ৬ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC